বলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার তিনি। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্লকবাস্টার ছবি। এমনকি সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা ও বিশ্বের সবচেয়ে আকর্ষনীয় পুরুষের তালিকায় শীর্ষেই রয়েছে তার নামটি। আর সেই তারকাই নাকি থাকেন ভাড়া বাড়িতে।
কথা হচ্ছে, বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে। সম্প্রতি মা পিঙ্কি রোশনের সঙ্গে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন হৃতিক। ছবিটি শেয়ারের পর এই অভিনেতাকে ট্রোলের মুখোমুখি হতে হয়েছে।
বিজ্ঞাপন
মায়ের সঙ্গে মিরর সেলফি শেয়ার করে হৃতিক লিখেছেন, ‘একটা প্রাতরাশ ডেট আমার মায়ের সঙ্গে। এটা একটা দারুণ সকাল। বুধবারেও রোববারের মজা পাচ্ছি। যান এবার নিজের মাকে গিয়ে জড়িয়ে ধরুন।’
On a lazy breakfast date with my mum ❤️ It’s a good morning ☀️
হৃতিক ছবিটি পোস্ট করতেই লাইক এবং কমেন্ট উপচে পড়ছে। কারও মন্তব্য ‘যাক দেখে ভালো লাগল বড়লোকদের বাড়ির দেওয়ালেও নোনা ধরে’! কারও মন্তব্য় ‘এই প্রথম হৃতিক স্যারের আগে আমার নজর পড়ল দেওয়ালে’। এক নেটিজেন লিখেছেন 'ঠিক করে দেখুন, হৃতিকের বাড়ির দেওয়ালে ড্যাম্প'। সঙ্গে জুড়ে দিয়েছেন মুখ ভার এবং কান্নার ইমোজি।
যদিও এসব মন্তব্য মোটেই এড়িয়ে যাননি অভিনেতা। তিনিও পাল্টা কমেন্ট বক্সে উত্তরে লিখেছেন, ‘আপাতত ভাড়া বাড়িতে আছি, খুব শিগগিরই নিজের বাড়িতে ফিরে যাব।’
আগামী ২ মার্চ (বাংলাদেশ সময় ৩ মার্চ) লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় বসবে ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। এবারের গ্র্যামি সঞ্চালনা করবেন কমেডিয়ান ট্রেভর নোয়া। ভ্যারাইটি, সিএসবি নিউজসহ বিভিন্ন গণমাধ্যম এবারের গ্র্যামিতে পারফর্ম করা শিল্পীদের তালিকা প্রকাশ করেছে।
গ্র্যামিতে এবার সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। বিয়েন্স এবারের আসরে পারফর্ম করবেন কি না, নিশ্চিত নয়, তবে এ সময়ের জনপ্রিয় তারকাদের গাইতে শোনা যাবে।
প্রায় এক যুগ আগে প্রথম অ্যালবাম মুক্তি পেলেও গত বছর বলা যায় ‘নতুন করে শুরু’ করেছেন ব্রিটিশ তারকা চার্লি এক্সসিএক্স। ভ্যারাইটি, বিবিসির বিচারে তার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘ব্র্যাট’ ২০২৪ সালের শীর্ষ অ্যালবাম হয়েছে। গ্র্যামিতে গাইবেন তিনি, আলোচিত অ্যালবামটির জন্য এবারের আসরে সাত মনোনয়ন পেয়েছেন চার্লি। তিনি কয়টি পুরস্কার পান, সেদিকেও ভক্তদের চোখ থাকবে।
গত বছর বিশ্বসংগীতে আলোচনায় ছিলেন দুই তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার ও চ্যাপেল রোন; গ্র্যামিতে তাদের পারফরম্যান্সও থাকছে। ‘এসপ্রেসো’, ‘প্লিজ প্লিজ প্লিজ’, ‘গুড লাক, বেবি!’–এর মতো আলোচিত গান গাইবেন তারা। দুজনই গ্র্যামিতে মনোনয়নও পেয়েছেন একাধিক বিভাগে।
গত বছর আলোচিত তরুণ গায়ক বেনসন বুন। ২২ বছর বয়সী এই শিল্পীর অ্যালবাম ফায়ারওয়ার্কস অ্যান্ড রোলারব্লেডস মুক্তির পর বিশ্বজুড়ে তরুণদের রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। তাকেও পারফর্ম করতে দেখা যাবে। দুই তরুণ গায়িকা রে ও ডোচির পারফরম্যান্সের দিকেও চোখ থাকবে ভক্তদের।
চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার গল্প নিয়ে সোহেল রানা বয়াতি নির্মাণ করেছেন তার প্রথম সিনেমা ‘নয়া মানুষ’। গত ৬ ডিসেম্বর স্বল্প পরিসরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মৌসুমী হামিদ অভিনীত সিনেমাটি। সারাদেশের মানুষের কাছে ‘নয়া মানুষ’কে পৌঁছে দেয়ার লক্ষ্যে বিকল্প প্রদর্শনীর ঘোষণা দেন সিনেমা সংশ্লিষ্টরা। সেই সূত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ-এর আয়োজনে টিএসসি অডিটোরিয়ামে গত ২৫ ডিসেম্বর (বুধবার) প্রদর্শনীটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রে চলে এ প্রদর্শনী।
এরই ধারাবাহিকতায় আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে স্ব চিন্তনের আয়োজনে বিকাল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় হবে সিনেমাটির প্রদর্শনী।
আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন মাসুম রেজা। সিনেমার কাহিনিকার আ মা ম হাসানুজ্জামান বলেন, ‘আমরা মানুষের যে আত্মিক সম্পর্ক তথা মানবিক দায়িত্ব, তা তুলে ধরতে চেয়েছি ‘নয়া মানুষ’ সিনেমার গল্পে। কারণ এই বিষয়টি মানুষের কাছে পৌঁছে দিতে পারলে আত্মিক ও মানবিক দায়িত্বগুলো সম্পর্কে তারা সচেতন হবে। তাই সিনেমাটি সবার দেখা উচিত।’
প্রদর্শনী নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘দেশের একটা বিশাল অংশের মানুষ বিভিন্ন কারণে সিনেমা হলবিমুখ। পরিবারের সবাইকে নিয়ে সিনেমা দেখার দীর্ঘদিনের অভ্যাস ত্যাগ করেছে। কিন্তু ‘নয়া মানুষ’ পরিবারের সবাইকে নিয়ে বিশেষ করে শিশুদের নিয়ে দেখার মতো সিনেমা। সিনেপ্লেক্সে সিনেমা দেখাটা ব্যয়বহুল, যা বহন করার সামর্থ্য অনেকের নেই। তাই আমরা এই বিকল্প প্রদর্শনীর মাধ্যমে গণমানুষের কাছে পৌঁছে দিতে চাই সিনেমাটি।’
মৌসুমী হামিদ ছাড়া এতে অভিনয় করেছেন রওনক হাসান, আ মা ম হাসানুজ্জামান, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি, শিশুশিল্পী ঊষশী প্রমুখ।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আজ আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। জামিন শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা মিথ্যা মামলা। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।’
সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তিনি এ কথা বলেন। এদিন সকাল ১০টার দিকে পরীমণি আদালতে আসেন। তাকে দেখতে উৎসুক জনতার ভিড় লেগে যায়। ভিড় ঠেলে তিনি সাত তলার আদালত কক্ষে প্রবেশ করতেই হৈ-হুল্লোড় পরিস্থিতি তৈরি হয়। আদালত পুলিশদের সহযোগিতায় ১০টা ১০ মিনিটে আদালতে ওঠেন পরীমণি। এরপর ১০টা ১৭ মিনিটের দিকে আদালতের বিচারকাজ শুরু হয়। এর আগে এজলাসের পেছনে একটি বেঞ্চে বসে ছিলেন নায়িকা। বিচারক প্রবেশ করলে তাকে আসামিদের ডকে নেওয়া হয়। এরপর পরীমণির পক্ষে নীলাঞ্জনা রিফাত (সুরভী) জামিন চেয়ে শুনানি করেন।
তিনি বলেন, ‘গতকাল মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। পরীমণি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি। চার্জগঠন হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আজ আত্মসমর্পণ করেছেন। তার জামিনের প্রার্থনা করছি।’
এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ বলেন, ‘আশা করছি, সবাই কোর্টের ডিগনিটি রক্ষা করবেন। কোর্টকে বিতর্কিত করবেন না। মামলাটি জামিনযোগ্য ধারার। আসলেই জামিন পাবেন বিষয়টা এমন নয়। বিচারাধীন বিষয়ে এভাবে আগে কথা বলাটা কতটুকু যৌক্তিক? এখানে অনেক সাংবাদিক আছেন। সাধারণ একটা বিষয়কে আপনারা যেভাবে উপস্থাপন করেছেন, সংবাদ পরিবেশনে আমি আপনাদের সহযোগিতা চাই।’
পরীমণির আইনজীবীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি কোর্ট অফিসার। এ বিষয়গুলো ভবিষ্যতে খেয়াল রাখবেন।’
পরে সকাল ১০টা ২৫ মিনিটে এক হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিনের আদেশ দেন আদালত। জামিন পেয়ে আদালতের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরীমণি বলেন, ‘আইনের ওপর বিশ্বাস ছিল। আর একদম শুরু থেকেই আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, যতটা পেরেশানিতে ছিলেন, তা দেখে আমার নিজের যত দুঃখ ছিল, সেটা ঘুচে গেছে।’
তিনি আরও বলেন, ‘আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। এ বিশ্বাসটা আমি শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি, আমি ন্যায় বিচার পাবো, আপনারা আমার সাথে থাকবেন। এ ভালোবাসা নিয়েই আমি জিততে চাই।’
এরপর তার শো রুম উদ্বোধণ নিয়ে ঝামেলার বিষয়টি ক্লিয়ার করার জন্য এক সাংবাদিক প্রশ্ন করলে পরীে বলেন, ‘আমি স্ট্যাটাসে যা বলেছি, সেটাই। এখন আর ব্যাখ্যা করতে পারবো না।’
তিনি বলেন, ‘আমার বিশ্বাস ছিল জামিন পাবো। আপনারা সাহস যুগিয়েছেন। আমি জামিন পেয়েছি। আপনাদের এত ভালবাসা নিয়ে বাড়ি ফিরছি। এটা মিথ্যা মামলা। ন্যায়বিচার প্রত্যাশা করছি।’
পরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের পরীমণি বলেন, ‘আপনারা সবাই জানেন, আমি একটা মামলা করেছিলাম। এর আড়াই বছর পরে তিনি (নাসির) একটা মামলা করেন, যে মামলায় গতকাল আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।’
এই তারকা আরও বলেন, ‘এটা খুবই পরিষ্কার আমি মামলা করার ঠিক আড়াই বছর পরই একটা মামলা করা হলো আমাকে দমানোর জন্য। এই মামলাটি বিচারাধীন। আমার বিশ্বাস সঠিক বিচার পাবো। আপনারা সবাই জানেন, আমি চার বছর দ্বারে দ্বারে ঘুরে আদালতে এসেছি। এখান থেকে আশাহত হতে চাই না। আমি চাই শেষ পর্যন্ত সত্যের জয় হোক।’ এরপর পুলিশের সহযোগিতায় আদালত প্রাঙ্গণ ছাড়েন পরীমণি।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টা ও মারধরের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত অভিনেত্রী পরীমণি।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে তিনি ঢাকার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে এদিন জিমি আদালতে হাজির হননি।
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে অভিনেত্রী পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় চার্জগঠন করে রোববার বিচার শুরুর আদেশ দেন আদালত। চার্জগঠন বিষয়ে শুনানির দিনে আদালতে অনুপস্থিত থাকায় ওইদিন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আগামী ২০ মার্চ মামলাটি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য আছে।
২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।
সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
একই ঘটনাকে কেন্দ্র করে পরীমণি সাভার থানায় নাসিরসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন। বর্তমানে এই মামলাটি ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।