‘শেরনি’ ‍লুকে হাজির বিদ্যা বালান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিদ্যা বালান

বিদ্যা বালান

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে সিনেমা হলগুলো। ফলে এখন ওটিটি প্ল্যাটফর্মেই ছবি মুক্তি দিচ্ছে নির্মাতারা। এবার সেই একই পথে হাঁটলেন বিদ্যা বালান।

আগামী জুন মাসে আমাজন প্রাইম ভিডিও প্ল্যাটফর্মে মুক্তি পাবে বিদ্যা বালান অভিনীত ‘শেরনি’। আজ (১৭ মে) প্রকাশ পেয়েছে ছবিতে বিদ্যার ফার্স্ট লুক।

বিজ্ঞাপন

ফার্স্টলুকে জলপাই রঙের শার্ট পরেছেন বিদ্যা। হাতে রয়েছে একটি ওয়াকি টকি। বন্দুকের নলের ফোকাসে রয়েছে তার চরিত্র। দেখে যেটুকু মনে হচ্ছে, চরিত্রটি কোনও ফরেস্ট অফিসারের।

অমিত মাসুরকর পরিচালিত ছবিতে বিদ্যা ছাড়াও রয়েছেন বিজয় রাজ, নীরজ কবি, ব্রীজেন্দ্র কালরা, ইলা অরুণ, শরৎ সাক্সেনা।

বিজ্ঞাপন