অডিশন দিতে গিয়ে জনপ্রিয় টিভি অভিনেতার মৃত্যু

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আমান জয়সওয়াল

আমান জয়সওয়াল

নতুন একটি কাজের অডিশন দিতে যাচ্ছিলেন। কে জানত কোনোদিনই যাওয়া হবে না সেখানে! উল্টো ছাড়তে হবে পৃথিবীর মায়া। এরকমই হয়েছে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আমান জয়সওয়ালের সঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কাজের অডিশন দিতে যাচ্ছিলেন আমন।

বিজ্ঞাপন

সেখানে যোগেশ্বরী সড়কে তার বাইকে সজোরে এসে ধাক্কা দেয় এক ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেতার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিকের গল্পকার ধীরজ মিশ্র। তার শেষকৃত্যের কখন কীভাবে হবে সেই বিষয়ে এখনও কোনও খবর প্রকাশ্যে আসেনি।

আমান জয়সওয়াল

‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিক জনপ্রিয়তা এনে দিয়েছিল আমানকে। মাত্র ২২ বছরেই পেয়েছিলেন তুমুল পরিচিতি। দেখতে ছিলেন সুদর্শন, মেজাজে হাসিখুশি। ফলে অল্প সময়ে অনেকের সঙ্গে হয়েছিল বন্ধুত্ব।

বিজ্ঞাপন

আমানের মৃত্যুর পর প্রকাশ্যে এসেছে তার শেষ ইনস্টাগ্রাম। আর তার সেই পোস্টের ক্যাপশন দেখে শোকাহত হয়ে পড়েছেন তার ভক্তরা। ২০২৪ সালেল শেষ দিন ৩১ ডিসেম্বর তিনি পোস্টটি করেন। একটি ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন ‘২০২৫-এ পা দিলাম, চোখে অনেক নতুন স্বপ্ন এবং অন্তহীন সম্ভাবনা নিয়ে।’ জীবন থেকে তার এত প্রত্যাশা ছিল।

আমান জয়সওয়াল

কত স্বপ্ন নিয়ে তিনি শুরু করেছিলেন নতুন বছরের পথ চলা। কিন্তু তারই এমন মর্মান্তিক পরণতি! তাই সবটা নিয়ে অভিনেতার অনুরাগীরা আরও ব্যথিত।

উত্তর প্রদেশের বালিয়া থেকে ক্যারিয়ার গড়তে মুম্বাই এসেছিলেন আমান। পথচলা শুরু করেন মডেল হিসেবে। পরে ধারাবাহিকের মাধ্যমে দর্শকের ঘরের ছেলে হন। আমান অভিনয় জগতে আসার আগে মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। ‘ধর্তিপুত্র নন্দিনী’ ছাড়াও তিনি ‘পুণ্যশ্লোক অহিল্যাবাই’-এ ‘যশবন্ত রাও’-এর চরিত্রে অভিনয় করেছিলেন। তাছাড়া ‘উদারিয়ান’-এ তিনি কাজ করেছিলেন। অভিনয়ের প্রতি তার নিবেদন এবং আবেগ সকলের কাছে তাকে অল্প সময়েই জনপ্রিয় করে তুলেছিল। তিনি তার কাজের জন্য অনেক প্রশংসা ও সম্মানও অর্জন করেছিলেন।

আমান জয়সওয়াল