বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বান্ধবী ধারাল সুরেলিয়ার সঙ্গে বিয়েল পিঁড়িতে বসেছেন ভারতের জনপ্রিয় গায়ক দর্শন রাভাল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে বিয়ের খবর নিশ্চিত করেছেন তিনি। দর্শন একাধারে গায়ক, সুরকার এবং গীতিকার।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে দর্শন ক্যাপশন লিখেছেন, ‘আমার আজীবনের সেরা বন্ধু’। যেখানে স্ত্রীর সঙ্গে হাস্যজ্জল মুখে দেখা মিলেছে তার।

ফেসবুক বিয়ের ছবি শেয়ার করে লিখেছেন, ‘My best friend forever'।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দর্শনের স্ত্রী একজন আর্কিটেক্ট। সে একজন প্রফেশনাল ডিজাইনার পাশাপাশি উদ্যেক্তা।

গায়কের বিয়ের খবরে ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই অবশ্য অবাকও হয়েছেন। কারণ হুট করেই বান্ধবীকে বিয়ের খবর জানিয়েছেন দর্শন।

দর্শন রাভাল ভারতের জনপ্রিয় গায়ক। তার গাওয়া গানগুলো ‘তুম হি আনা,’ ‘রাতই রহে,’ ‘ভুল জানা’ ইত্যাদি গোটা ভারতে বেশ জনপ্রিয়।

উল্লেখ্য, ২০১৪ সালে দর্শন কর্মজীবন শুরু করেন। রিয়েলিটি শো ইন্ডিয়াস র স্টার-এ অংশগ্রহণ করে প্রথম রানার আপ খেতাব পান। ২০২৩ সাল পর্যন্ত, তিনি হিন্দি, গুজরাটি এবং তেলুগুসহ বিভিন্ন ভাষায় বেশ কয়েকটি জনপ্রিয় গান প্রকাশ করেছেন।