ঢালিউডে নতুন ছবির খবর নেই, খরা কাটালেন নিরব

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘গোলাপ’ সিনেমার ফার্স্ট লুকে নিরব

‘গোলাপ’ সিনেমার ফার্স্ট লুকে নিরব

দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর এখনো জমে ওঠেনি প্রযোজনা ইন্ডাস্ট্রি। নতুন সিনেমা বা বড় বাজেটের নাটক, ওটিটির কাজ সেভাবে হচ্ছেই না। তাই অনেক তারকারা ক্যারিয়ার নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়! কেউ কেউ তাদের চিন্তার কথা সোশ্যাল মিডিয়াতেও লিখেছেন।

এরইমধ্যে দীর্ঘদিন পর নতুন সিনেমার খবর দিলেন ঢাকাই ফিল্মের অন্যতম ড্যাশিং হিরো নিরব হোসেন। সামছুল হুদার পরিচালনায় ‘গোলাপ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর গল্প, সংলাপ, চিত্রনাট্য করেছেন অনিক বিশ্বাস। আজ প্রকাশিত হয়েছে এর ফার্স্ট লুক।

বিজ্ঞাপন
 ড্যাশিং হিরো নিরব হোসেন

সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যানাউন্সমেন্ট পোস্টার শেয়ার করে পরিচালক জানিয়েছিলন, ‘লোকে কি ভাবে সেটা মুখ্য না, গোলাপ যেটা বলবে সেটাই চেতনা!’

ফুলের নামে যেহেতু সিনেমার নাম, তািই পোস্টারেও ‘পুষ্পা’ সিনেমার কিছুটা আবহ পাওয়া গেছে। তাহলে কি ভারতীয় পুষ্পার আদলে নির্মিত হচ্ছে সিনেমাটি? প্রশ্নের উত্তরে নির্মাতা বললেন, ‘এখনই সিনেমাটি সম্পর্কে তেমন কিছু বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, সাসপেন্স থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে এটি। কোনো সিনেমার অনুকরণে নয়। মৌলিক গল্পের সিনেমা হবে এটি।’

বিজ্ঞাপন
 ‘গোলাপ’ সিনেমার ফার্স্ট লুকে নিরব

পরিচালক আরও বলেন, ‘সিনেমা বানানোর স্বপ্ন ছিল। অবশেষে সেটাও পূরণ হতে যাচ্ছে। একদম পরিপক্ক হয়ে তবেই সিনেমার জন্য নেমেছি।’

জানা গেছে, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকা, সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে। এরপর আসছে ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক।

এদিকে, নিরব এখন বেশ ব্যস্ত। সিনেমা ছাড়াও বেশকিছু কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। দেশের বাইরেও তিনি একাধিক শোতে অংশ নিয়েছেন। পেয়েছেন পুরস্কার। সম্প্রতি ঢাকায় ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ ও যুক্তরাষ্ট্রে ‘আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি।

‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ হাতে নিরব