করোনা আক্রান্তদের জন্য সেফ হোম চালু করলেন যিশু
ভারতে মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভ শুরু হওয়ার পর থেকে তারকারা যে যার সাধ্যমতো এগিয়ে এসেছেন সাহায্যের জন্য।
এরই ধারাবাহিকতায় এবার করোনা আক্রান্তদের জন্য সেফ হোম চালু করলেন যিশু সেনগুপ্ত।
সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার (১৮ মে) থেকেই এখানে পরিষেবা পাবেন করোনাভাইরাসে আক্রান্তরা।
লেক মার্কেট লাগোয়া বাণীচক্র স্কুলটিকেই করোনা আক্রান্তদের সেফ হোম করে তোলা হলো যিশু সেনগুপ্তের প্রচেষ্টায়। যেখানে থাকছে ২০টি বেড। সাতটি অক্সিজেন কনসেন্ট্রেটর। ২০টি অক্সিজেন সিলিন্ডারও। শুধু থাকা এবং চিকিৎসা পরিষেবাই নয়, এখানকার ক্যান্টিনে খাওয়ার ব্যবস্থাও থাকছে কোভিড রোগীদের জন্য।
ভারতে প্রতিদিনই হাজারো মানুষ মারণ ভাইরাসের বলি হচ্ছেন। প্রাণরক্ষার লড়াই চালাচ্ছেন লাখো দেশবাসী। হাসপাতালে বেড পাওয়ার সমস্যা থেকে অক্সিজেনের অভাবের অভিযোগ বারবার উঠে আসছে শিরোনামে। এমন পরিস্থিতিতে যিশুর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।