এবার ঈদের শুভেচ্ছা জানিয়ে ট্রোলড সোনম

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সোনম কাপুর

সোনম কাপুর

নায়ক-নায়িকাদের নিয়ে ট্রোল, সোশ্যাল মিডিয়ায় তাদের প্রতি কুরুচিকর ভাষার প্রয়োগ নতুন কিছু নয়। গ্ল্যামার দুনিয়ার মানুষজনেরা পান থেকে চুন খসলেই ট্রোলড হয়ে থাকেন নেটিজেনদের হাতে। কখনও কখনও অকারণেই বিদ্রুপের মুখে পড়তে হয় তারকাদের। ঈদের শুভ দিনেও সেরকমই হয়েছিলো কারিনা কাপুর খানের সঙ্গে।

অমৃতসরের স্বর্ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে তোলা ছবি শেয়ার করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে ট্রোলড হয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

এবার ঈদের শুভেচ্ছা জানিয়ে ট্রোলড হলেন বলিউডের আরেক সুন্দরী সোনম কাপুর। তবে কারিনা তার ট্রোলের কোনো জবাব না দিলেও, সোনম তার ক্ষোভ ঝেড়ে দিয়েছেন।

ঈদের শুভেচ্ছা জানাতে নিজের প্রথম ছবি ‘সাওয়ারিয়া’র ‘ইউ শবনমি’ গানের দু-কলির ভিডিও শেয়ার করে সোনম লিখেছিলেন, ‘আমার সব ভাই-বোনেদের জানাই ঈদ মোবারক।’

বিজ্ঞাপন

এই পোস্টের কমেন্ট একজন কটাক্ষ করে সোনমকে প্রশ্ন করেন, ‘এই পোস্টের জন্য কতো টাকা পেয়েছে তিনি?’

এই মন্তব্যে ক্ষেপে সোনম ওই ইনস্টাগ্রাম ইউজারকে ব্লক কর দেন এবং ‘সাইবার বুলিং ও নিযার্তন’-এর আওতায় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের কাছে ওই নেটিজেনের বিরুদ্ধে নালিশ জানান। যার স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে ধরে তিনি লেখেন- ‘এটি অত্যন্ত শান্তিদায়ক।’