করোনা যুদ্ধে জয়ী হলেন রণধীর কাপুর। করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর।
বিষয়টি নিজেই নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের রণধীর কাপুর জানান, ‘আমি বাড়ি ফিরলাম। এখন সুস্থ বোধ করছি। ভালো আছি।’
বিজ্ঞাপন
এপ্রিলের শেষ দিকে এই বর্ষীয়ান অভিনেতার করোনার রিপোর্ট পজিটিভ এলে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি তার বাড়ির পাঁচজন স্টাফও করোনায় আক্রান্ত। তবে রণধীরের স্ত্রী ববিতা, কারিশমা কাপুর ও কারিনা কাপুর খানের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছিলো।
প্রায় ৭০ ঘণ্টা চেষ্টার পর আজ সকালে বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। গ্রেপ্তারের পর পর তাকে বান্দ্রার আদালতে হাজির করা হয়। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, আদালত অভিযুক্তকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আজ সকালে মহারাষ্ট্রের থানের কাছে অবস্থিত একটি ম্যানগ্রোভ জঙ্গল থেকে আটক করা হয় সেই ব্যক্তিকে। তারপর তাকে পেশ করা হয় বান্দ্রা কোর্টে। এরপর আদালত তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। ভারতীয় সময় বেলা ২ বেজে ৩০ মিনিটে অভিযুক্তকে বান্দ্রা পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। ২৪ জানুয়ারি আবার তাকে বান্দ্রা আদালতে পেশ করা হবে।
এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে মুম্বাই পুলিশের ডিসিপি দীক্ষিত গেদাম বলেন, প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে, গ্রেফতার ব্যক্তি বাংলাদেশের নাগরিক। ৩০ বছর বয়সী ওই ব্যক্তির নাম মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ।
গত বুধবার রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হয়। মুম্বাইয়ের বান্দ্রায় তার বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতকারী। এই হামলায় গুরুতর আহত হন অভিনেতা। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশ্য নিয়েই সাইফ-কারিনার বাড়িতে ঢুকেছিলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ কর্তা জানান, প্রথমবারই বান্দ্রার ওই বহুতলে প্রবেশ করেন ওই ব্যক্তি।
দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর এখনো জমে ওঠেনি প্রযোজনা ইন্ডাস্ট্রি। নতুন সিনেমা বা বড় বাজেটের নাটক, ওটিটির কাজ সেভাবে হচ্ছেই না। তাই অনেক তারকারা ক্যারিয়ার নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়! কেউ কেউ তাদের চিন্তার কথা সোশ্যাল মিডিয়াতেও লিখেছেন।
এরইমধ্যে দীর্ঘদিন পর নতুন সিনেমার খবর দিলেন ঢাকাই ফিল্মের অন্যতম ড্যাশিং হিরো নিরব হোসেন। সামছুল হুদার পরিচালনায় ‘গোলাপ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর গল্প, সংলাপ, চিত্রনাট্য করেছেন অনিক বিশ্বাস। আজ প্রকাশিত হয়েছে এর ফার্স্ট লুক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যানাউন্সমেন্ট পোস্টার শেয়ার করে পরিচালক জানিয়েছিলন, ‘লোকে কি ভাবে সেটা মুখ্য না, গোলাপ যেটা বলবে সেটাই চেতনা!’
ফুলের নামে যেহেতু সিনেমার নাম, তািই পোস্টারেও ‘পুষ্পা’ সিনেমার কিছুটা আবহ পাওয়া গেছে। তাহলে কি ভারতীয় পুষ্পার আদলে নির্মিত হচ্ছে সিনেমাটি? প্রশ্নের উত্তরে নির্মাতা বললেন, ‘এখনই সিনেমাটি সম্পর্কে তেমন কিছু বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, সাসপেন্স থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে এটি। কোনো সিনেমার অনুকরণে নয়। মৌলিক গল্পের সিনেমা হবে এটি।’
পরিচালক আরও বলেন, ‘সিনেমা বানানোর স্বপ্ন ছিল। অবশেষে সেটাও পূরণ হতে যাচ্ছে। একদম পরিপক্ক হয়ে তবেই সিনেমার জন্য নেমেছি।’
জানা গেছে, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকা, সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে। এরপর আসছে ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক।
এদিকে, নিরব এখন বেশ ব্যস্ত। সিনেমা ছাড়াও বেশকিছু কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। দেশের বাইরেও তিনি একাধিক শোতে অংশ নিয়েছেন। পেয়েছেন পুরস্কার। সম্প্রতি ঢাকায় ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ ও যুক্তরাষ্ট্রে ‘আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি।
কক্সবাজারের বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে এশিয়ার মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বুসানের সেরা পুরস্কারজয়ী সিনেমা ‘বলী: দ্য রেসলার’।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের পেঁচার দ্বীপ সৈকতের মারমেইড বিচ রিসোর্টে আয়োজিত এই ফেস্টিভ্যাল চলবে ২৯ থেকে ৩১ জানুয়ারি।
বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালের আয়োজক মারমেইড ইকো ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী জানান, ‘বাংলাদেশের সিনেমার ইতিহাসে বড় অর্জন বয়ে এনেছে “বলী: দ্য রেসলার”। চট্টগ্রামের বলীখেলার ঐতিহ্য আর সাগরপাড়ের লোকগাথা মিলিয়ে সিনেমাটি আমাদের ফেস্টিভ্যালের থিমকে ধারণ করে। সাগরপাড়ে ধারণ করা এই সিনেমা সাগরপাড়ে বসে দেখার অভিজ্ঞতা হবে অসাধারণ।’
ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী: দ্য রেসলার’ দক্ষিণ কোরিয়ার বুসান ছাড়া প্রদর্শিত হয়েছে সাংহাই, টরন্টো, লস অ্যাঞ্জেলেস ও বার্সেলোনা শহরে। আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত এই সিনেমা জায়গা করে নিয়েছে এশিয়ান ফিল্ম আর্কাইভে।
এছাড়া এবারের ৯৭তম অস্কারে সেরা আন্তর্জাতিক ছবির বিভাগে বাংলাদেশ থেকে মনোনীত হয় সিনেমাটি।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, এ কে এম ইতমাম, প্রিয়াম, অ্যানজেল নুর, তাহাদিল আহমেদ, তানভীর আহমেদ প্রমুখ।
বাংলাদেশের সংগীতাঙ্গনে শায়ান চৌধুরী অর্ণবের রয়েছে আলাদা ক্রেজ। এবার সংগীতশিল্পী থেকে এবার তিনি আত্মপ্রকাশ করতে যাচ্ছেন লেখক হিসেবে। এ বছর অমর একুশে বইমেলায় আসতে যাচ্ছে অর্ণবের গানের বই ‘হোক কলরব’।
বইটির নামকরণ করা হয়েছে তারই গাওয়া একটি জনপ্রিয় গান ‘হোক কলরব’- এর নামানুসারে। বইটি প্রকাশ করবে কিংবদন্তি পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন তার বাবা চিত্রশিল্পী স্বপন চৌধুরী।
একটি ভিডিও বার্তার মাধ্যমে অর্ণব নিজেই জানিয়েছেন খবরটি। ভিডিওতে তিনি বলেন, ‘অনেকদিন ধরেই ইচ্ছে ছিল আমার লেখা ও সুর করা গানগুলো নিয়ে একটি বই বের করবো। এটি ইংরেজি অনুবাদসহ আসবে। কারণ, আমি চাই আমার পুরাতন ও নতুন শ্রোতা, সবাই যেন আমার গানের সাথে রিলেট করতে পারে।’
বইটির মুখবন্ধে বলা হয়েছে, ‘একজন শিল্পীকে আলাদা করে তার বায়োগ্রাফি লিখতে হয় না। নিজের তৈরি শিল্পের মধ্যে তার জীবনের সমস্তটা লুকিয়ে থাকে। হোক কলরব বইটিও তেমন এক পরোক্ষ বায়োগ্রাফি, যেখানে গানের ভাষায় অর্ণবের জীবনটা গুটিগুটি অক্ষরে ছাপানো হয়েছে।’
বর্তমানে নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছেন অর্ণব। এর আগে তার সংগীত পরিচালনায় প্রকাশিত হয়েছে ‘জন্ম আমার’ শিরোনামে নতুন একটি দেশাত্মবোধক গান। এটির মূল কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। নতুনভাবে এর সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। এতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস ও অর্ণব।
বলা প্রয়োজন, সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব গান লেখা, সুর করা, কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভালো ছবিও আঁকেন। তিনি নিজেও এর আগে অন্য লেখকের বইয়ের প্রচ্ছদ করেছেন।
উল্লেখ্য, অর্ণবের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে ‘তোমার জন্য নীলচে তারা’, ‘আমায় ধরে রাখো’, ‘একলা চলো’, ‘সোনার ময়না পাখি’, ‘কষ্টগুলো’, ‘চাই না ভাবিস’,' সে যে বসে আছে একা একা’সহ অসংখ্য গান।