যে কারণে শাহরুখের সঙ্গে ডেটিং করবেন না গাগা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শাহরুখ খান ও লেডি গাগা

শাহরুখ খান ও লেডি গাগা

১০ বছর আগে ভারত সফরে এসেছিলেন মার্কিন পপ গায়িকা লেডি গাগা। সেসময় ৩৫ বছর বয়সী এই তারকার সাক্ষাৎকার নিয়েছিলেন শাহরুখ খান।

সেই সাক্ষাৎকারে লেডি গাগার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছিলেন শাহরুখ খান। শো চালাকালীন দর্শকস্থান থেকে লেডি গাগাকে প্রশ্ন করার সুযোগ পান অনেকেই। এরইমধ্যে এক দর্শক তাকে প্রশ্ন করে বসেন, তিনি কি কখনও শাহরুখ খানকে ডেট করবেন?

বিজ্ঞাপন

এই প্রশ্নের জবাবে লেডি গাগা বলেছিলেন, ‘তুমি তো বিবাহিত। কখনোই তোমাকে ডেট করবো না। আমি ভালো মেয়ে। আমি একজন পুরুষ নিয়েই থাকতে পছন্দ করি আর খুবই সেকেলে ধরণের। তাই আমার উত্তর ‘না।’

এরপর মজা করে শাহরুখকে বলতে শোনা যায়, ‘আমার আশা ধুলোয় মিশে গেলো।’

বিজ্ঞাপন

ভারত সফরে গিয়ে শাহরুখ খান ও অর্জুন রামপালের সঙ্গে পার্টিও করেছিলেন লেডি গাগা। সে ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন গাগা।