অসহায়দের মাঝে খাবার বিতরণ করলেন জ্যাকলিন

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অসহায়দের মাঝে খাবার বিতরণ করছেন জ্যাকলিন

অসহায়দের মাঝে খাবার বিতরণ করছেন জ্যাকলিন

মহামারি করোনাভাইরাসের কারণে ভয়াবহ এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারত। এই পরিস্থিতিতে তারকারা যে যার সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন অসহায়দের পাশে থাকার। সহযোগিতার জন্য এগিয়ে এসেছে বিভিন্ন দাতব্য সংস্থাও।

রান্নার কাজে সাহায্য করছেন জ্যাকলিন

এমনই একটি সংস্থা হলো রুটি ব্যাংক। যার কিনা করোনার এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে অসহায়দের মুখে খাবার তুলে দিচ্ছে।

বিজ্ঞাপন
খাবার তৈরির সামগ্রী হাতে জ্যাকলিন

সম্প্রতি রুটি ব্যাংক পরিদর্শনে গিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ। সেখানে গিয়ে রান্না-বান্নাতে সাহায্য করতে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে।

খাবার বিতরণ করছেন জ্যাকলিন

এখানেই শেষ নয়, অসহায়দের মাঝে খাবারও বিতরণ করেছেন এই বলি সুন্দরী। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। যা রীতিমতো ভাইরাল।

বিজ্ঞাপন

রুটি ব্যাংক ফাউন্ডেশনটি পরিচালনা করেন মুম্বাইয়ের সাবেক পুলিশ কমিশনার ড. শিবনন্দন।