কর্মহীন হয়ে ভিক্ষা করেছেন অভিনেতা!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শঙ্কর ঘোষাল

শঙ্কর ঘোষাল

বাংলা রঙ্গমঞ্চের পরিচিত মুখ তিনি। কাজ করেছেন ছোট পর্দাতেও। এমনকি মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছেন ‘প্রতিশোধ’ ছবিতে। কিন্তু মহামারি করোনার কারণে কাজ হারিয়ে পথে বসেছেন টলিগঞ্জের প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষাল।

শঙ্কর ঘোষালের আর্থিক সমস্যা এতোটাই খারাপ যে পরিবারের সদস্যদের মুখে দু মুঠো খাবার তুলে দেওয়ার জন্য ভিক্ষার থালা হাতে রাস্তায় বসেছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে এমনটা নিজেই জানিয়েছেন স্টার জলসায় প্রচারিত ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালের ‘সাধক বামাক্ষ্যাপা’ সব্যসাচী চৌধুরী। একইসঙ্গে তাকে সাহায্যের জন্য আহ্বান জানিয়েছেন এই তারকা।

চমকপ্রদ তথ্য হরো- সব্যসাচীর সেই ডাকে সাড়া দিয়েছেন অনেকেই। সব্যসাচী সেই কথাও ফেসবুকে শেয়ার করেছেন। তিনি জানান, শঙ্কর ঘোষালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৪০ হাজার টাকা ঢুকেছে। সব থেকে বড় ব্যাপার একটি কাজের সুযোগও হয়েছে তার।

বিজ্ঞাপন

কাজ পেয়ে উচ্ছ্বসিত শঙ্কর ঘোষাল বলেন, ‘কবে ডাকবে গো কিছু জানো? যেই শুনলাম কাজে ডাকবে, কি রকম ডাঙায় ওঠা মাছের মতো লাগছে নিজেকে, আবার অভিনয় করবো ভাবতেই পারছি না।’