পশ্চিমবঙ্গে তারকাদের কে জিতলেন, কে হারলেন

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জয়ী তারকা চিরঞ্জিৎ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায় এবং পরাজিত তারকা পায়েল সরকার, সায়নী ঘোষ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়,

জয়ী তারকা চিরঞ্জিৎ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, হিরণ চট্টোপাধ্যায় এবং পরাজিত তারকা পায়েল সরকার, সায়নী ঘোষ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়,

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভারতের ওপার বাংলার শোবিজ তারকাদের প্রার্থী হওয়া বেশ আলোচিত হয়েছে। ভোটের আগে কেউ যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে, কেউ বিজেপিতে। সিপিএমের প্রার্থী হতেও দেখা গেছে তারকাদের। তবে লড়াইটা মূলত হয়েছে তৃণমূল বনাম বিজেপির মধ্যে।

নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঘাসফুল শিবিরের তারকা প্রার্থীরাই বেশি জিতেছেন। নির্বাচনে বিজেপির গেরুয়া শিবিরের কেবল দুই তারকা প্রার্থী জয় পেয়েছেন। পরাজয়ের তিক্ত স্বাদ বিজেপির তারকা প্রার্থীদের বেশি হজম করতে হয়েছে।

বিজ্ঞাপন

বারাসাত কেন্দ্রে জয়ের হ্যাটট্রিক করেছেন তৃণমূল প্রার্থী অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। বারাকপুরে বাজিমাত করেছেন পরিচালক রাজ চক্রবর্তী।

প্রথমবার সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েই জয়ের স্বাদ পেলেন তৃণমূলের প্রার্থী সংগীতশিল্পী অদিতি মুন্সি ও টিভি অভিনেত্রী লাভলি মৈত্র। কিন্তু হেরে গেছেন তৃণমূলের প্রার্থী দুই অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ ও কৌশানি মুখোপাধ্যায়।

বিজ্ঞাপন

খড়গপুর সদরে জিতেছেন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। আসানসোল দক্ষিণে জিতেছেন বিজেপি প্রার্থী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। বিজেপির শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার ও পার্নো মিত্রকে পরাজয় মেনে নিতে হয়েছে। অভিনেতা রুদ্রনীল ঘোষ ও যশ দাশগুপ্ত হেরেছেন। গায়ক বাবুল সুপ্রিয়কেও হারতে হয়েছে।

একনজরে দেখে নিন জয়ী ও পরাজিত তারকাদের তালিকা।

জয়ী তারকা প্রার্থীরা
চিরঞ্জিৎ চক্রবর্তী – বারাসত (তৃণমূল)
সোহম চক্রবর্তী– চণ্ডীপুর (তৃণমূল)
হিরণ চট্টোপাধ্যায়– খড়গপুর সদর (বিজেপি)
রাজ চক্রবর্তী– বারাকপুর (তৃণমূল)
কাঞ্চন মল্লিক– উত্তরপাড়া (তৃণমূল)
জুন মালিয়া– মেদিনীপুর (তৃণমূল)
অগ্নিমিত্রা পাল– আসানসোল দক্ষিণ (বিজেপি)
লাভলি মৈত্র– সোনারপুর দক্ষিণ (তৃণমূল)
বীরবাহা হাঁসদা– ঝাড়গ্রাম (তৃণমূল)
ইন্দ্রনীল সেন– চন্দননগর (তৃণমূল)
অদিতি মুন্সি– রাজারহাট-গোপালপুর (তৃণমূল)

পরাজিত তারকা প্রার্থীরা
রুদ্রনীল ঘোষ– ভবানীপুর (বিজেপি)
বাবুল সুপ্রিয়– টালিগঞ্জ (বিজেপি)
শ্রাবন্তী চট্টোপাধ্যায়– বেহালা পশ্চিম (বিজেপি)
পায়েল সরকার– বেহালা পূর্ব (বিজেপি)
যশ দাশগুপ্ত– চণ্ডীতলা (বিজেপি)
পার্নো মিত্র– বরানগর (বিজেপি)
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়– বাঁকুড়া (তৃণমূল)
সায়নী ঘোষ– আসানসোল দক্ষিণ (তৃণমূল)
কৌশানি মুখোপাধ্যায়– কৃষ্ণনগর উত্তর (তৃণমূল)
লকেট চট্টোপাধ্যায়– চুঁচুড়া (বিজেপি)
তনুশ্রী চক্রবর্তী– শ্যামপুর (বিজেপি)
অঞ্জনা বসু– সোনারপুর দক্ষিণ (বিজেপি)
পাপিয়া অধিকারী– উলুবেড়িয়া দক্ষিণ (বিজেপি)