করোনা আক্রান্ত কৌশিক গাঙ্গুলী

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কৌশিক গাঙ্গুলী

কৌশিক গাঙ্গুলী

গত সপ্তাহেই বোলপুল থেকে‌ ‘কাবাডি কাবাডি’ ছবির শুটিং সেরে ফিরেছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলী ও তার টিম। কলকাতায় ফেরার দিন কয়েকের মধ্যেই করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এই ছবির অন্যতম টেকনিশিয়ান সুকান্ত চক্রবর্তী।

এবার জানা গেলো-পরিচালক কৌশিক গাঙ্গুলীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন এই নির্মাতা।

বিজ্ঞাপন

অন্যদিকে, কৌশিকের পরিচালনাতেই ‘কাবাডি কাবাডি’ ছবির শুটিং করছিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এবং অভিনেত্রী সোহিনী সরকার। প্রথমে শোনা গিয়েছিল সোহিনীর জ্বর রয়েছে। পরে জানা যায়, তিনি সুস্থ আছেন। তবে খাবারে স্বাদ পাচ্ছেন না ঋত্বিক চক্রবর্তী। টেস্ট করিয়েছেন। রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তিনি।

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে নিজের কোভিড পজিটিভ হওয়ার খবর জানিয়েছিলেন কৌশিকপুত্র উজান গাঙ্গুলী। তবে সেই সময় তার সংস্পর্শে কৌশিক আসেননি। কারণ তিনি তখন ‘কবাডি কবাডি’ সিনেমার শুটিং করছিলেন।

বিজ্ঞাপন