মালদ্বীপ ভ্রমণে যেতে পারবেন না ভারতীয় তারকারা!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবকাশযাপনের জন্য বলিউড তারকাদের পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে মালদ্বীপ। যখনই কর্ম ব্যস্ততা থেকে একটু ছুটি পান তখনই মালদ্বীপ ভ্রমণে চলে যান তারকারা।

এমনকি করোনাভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন বেশ কয়েকজন তারকা। যে তালিকায় রয়েছে দিশা পাতানি, টাইগার শ্রফ, সারা আলি খান, জানভি কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, ওপার বাঙলার অভিনেতা অঙ্কুশ ও ঐন্দ্রিলা।

বিজ্ঞাপন

এদের মধ্যে মালদ্বীপ ভ্রমণে গিয়ে তো করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন ঐন্দ্রিলা। যদিও এখন করোনামুক্ত তিনি।

কিন্তু খারাপ খবরটি হলো- ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় ভারতীয় পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপ সরকার।

বিজ্ঞাপন

এই সিদ্ধান্তের জন্য মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানিয়েছে নেটিজেনদের একাংশ। কিন্তু সত্যিই কি বলিউড তারকারা মালদ্বীপে যেতে পারবেন না? তেমনটা কিন্তু বলছেন না পর্যটন বিশেষজ্ঞরা।

পর্যটন বিশেষজ্ঞদের মতে, মালদ্বীপ অনেক ছোট ছোট দ্বীপের সমষ্টি। একটি দ্বীপে একটি করে রিসোর্টও রয়েছে। যা লোকালয় থেকে একেবারে নিরাপদ দূরত্বে এবং ব্যক্তিগত মালিকানার আওতায়। তাই ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেই স্পিড বোট কিংবা সি প্লেনে করে সেখানে পৌঁছে যাওয়া যায়। তাতে রাজধানী কিংবা স্থানীয় বাসিন্দাদের কোনও ক্ষতি হবে না। ফলে ইচ্ছে হলেই মালদ্বীপে বলিউড তারকারা যেতেই পারেন।