অস্কার মঞ্চে ইরফান-ভানু-চ্যাডউইক-শন কনারিকে স্মরণ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইরফান খান, শন কনারি, চ্যাডউইক বোজম্যান ও ভানু আথাইয়া

ইরফান খান, শন কনারি, চ্যাডউইক বোজম্যান ও ভানু আথাইয়া

প্রতিবারের মতো এবারও প্রয়াত তারকাদের স্মরণ করা হয়েছে অস্কার মঞ্চে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশনে বাংলাদেশ সময় আজ ভোরে শুরু হয় চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৩তম আসর। সেখানেই ২০২০ সালে মৃত্যুবরণ করা তারকাদের স্মরণ করা হলো।

বিজ্ঞাপন

তাদের মধ্যে উল্লেখযোগ্য ভারতীয় অভিনেতা ইরফান খান, ফ্যাশন ডিজাইনার ভানু আথাইয়া, আমেরিকান তারকা চ্যাডউইক বোজম্যান ও ব্রিটিশ অভিনেতা শন কনারি।

বিজ্ঞাপন

প্রয়াতদের প্রতি সম্মান জানাতে মঞ্চে আসেন আমেরিকান অভিনেত্রী অ্যাঞ্জেলা ব্যাসেট।