হাজির ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির দৃশ্যে সালমান খান

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির দৃশ্যে সালমান খান

ঈদ মানেই সালমান খানের ছবি। বিগত কয়েক বছর ধরে তেমনটাই হয়ে আসছে। যদিও ২০২০ সালে তা সম্ভব হয়নি মহামারি করোনাভাইরাসের কারণে।

অবশ্য সেই সময়ই ভাইজান কথা দিয়েছিলেন, ২০২১ সালের ঈদে বক্স অফিসে ধামাকা নিয়ে ফিরবেন তিনি। সেই কথা রেখে গত মার্চে প্রকাশ করেছিলেন ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির পোস্টার। আজ প্রকাশ করলেন এর ট্রেলার।

বিজ্ঞাপন

২০০৯ সালে মুক্তি পেয়েছিলো সালমান খানের ‘ওয়ান্টেড’। ছবিতে রাজবীর শেখাওয়াত ওরফে রাধের চরিত্রে অভিনয় করেছিলেন ভাইজান। সেই চরিত্রকেই ফিরিয়ে আনা হয়েছে নতুন এই ছবিতে। যদিও এটি সিক্যুয়েল কিনা তা এখনও জানা যায়নি।

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ পরিচালনা করেছেন প্রভুদেবা। এতে সালমানের বিপরীতে দেখা যাবে দিশা পাটানিকে। ভিলেনের ভূমিকায় রয়েছেন রণদীপ হুডা।

বিজ্ঞাপন

 এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জ্যাকি শ্রফ, সুধাংশু পাণ্ডে, গৌতম গুলাটি, দর্শন জারিওয়ালা। একটি গানে পারফর্ম করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।