করোনায় মৃত্যু অভিনেতা কিশোর নান্দলাস্কারের

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কিশোর নান্দলাস্কার

কিশোর নান্দলাস্কার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেতা কিশোর নান্দলাস্কার। মঙ্গলবার (২০ এপ্রিল) মুম্বাইয়ের থানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।

কিশোর নান্দলাস্কারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার নাতি অনীশ জানান, অভিনেতার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর থানের একটি কোভিড-১৯ সেন্টারে তাকে ভর্তি করা হয়েছিলো, তবে পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় গত সপ্তাহেই হাসপাতালে ভর্তি করতে হয়।

বিজ্ঞাপন

‘খাকি’, ‘বাস্তব: দ্য রিয়ালিটি’, ‘সিংহাম’, ‘সিম্বা’র মতো সুপারহিট সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিশোর নান্দলাস্কার।

বড়পর্দায় কিশোর নান্দলাস্কারের আত্মপ্রকাশ ১৯৮৯ সালে ‘ইনা মিনা ডিকা’ সিনেমার মধ্য দিয়ে। এরপর ‘মিস ইউ মিস’, ‘গাওন থোর পুঢারি চোর’, ‘মধ্যমবর্গ- দ্য মিডল ক্লাস’-এর মতো একাধিক জনপ্রিয় মারাঠি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

বিজ্ঞাপন