করোনা আক্রান্ত শুভশ্রী

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শুভশ্রী গাঙ্গুলি

শুভশ্রী গাঙ্গুলি

আজ ঘণ্টাখানেই আগেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানান টলিউড তারকা জিৎ। এবার জানা গেলো- টলি সুন্দরী শুভশ্রী গাঙ্গুলিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তবে স্বস্তির বিষয় হলো- শুভশ্রী করোনা পজিটিভ হলেও তার সাত মাসের ছেলে ইউভান ঠিক আছেন। এমনকি ছোট্ট ইউভানের কেয়ারকেটারের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন শুভশ্রী।

বিজ্ঞাপন

নিজের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে শুভশ্রী লিখেছেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ। ইউভান একদম সুরক্ষিত রয়েছে এবং ওর কেয়ারটেকারের জিম্মায় আছে। রাজ এখন ব্যারাকপুরে, আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। সবরকম সুরক্ষাবিধি মেনে চলছি, যাতে আমার পরিবার সুরক্ষিত থাকে। দয়া করে মাস্ক পড়ুন, স্যানিটাইজ করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। ভাইরাস ফিরে এসেছে। সকলে সুরক্ষিত থাকুন।’

ছেলে ইউভানের সঙ্গে শুভশ্রী

গত সপ্তাহে একসঙ্গে ডান্স বাংলা ডান্স সিজন ১০-এর শুটিং সেরেছিলেন জিৎ-শুভশ্রী। ইউভানের জন্মের পর এই প্রথম শুটিং সেটে কামব্যাক করেন নায়িকা। আর তার দিন কয়েকের মধ্যেই করোনা রিপোর্ট পজিটিভ এলো তাদের।

বিজ্ঞাপন

শুটিংয়ে ফেরার আগে রাজের হয়ে নির্বাচনী প্রচারেও গত কয়েক সপ্তাহে দু-বার অংশ নিতে দেখা গিয়েছে শুভশ্রীকে।