অস্কারে অংশগ্রহণকারীদের মানতে হবে যেসব নিয়ম

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অস্কার অ্যাওয়ার্ড

অস্কার অ্যাওয়ার্ড

আর মাত্র এক সপ্তাহ। আগামী ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশন এবং হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বসবে অস্কারের ৯৩তম আসর।

যদিও করোনাভাইরাস মহামারির কারণে এ বছরের অস্কার অনুষ্ঠান হবে কিনা তা নিয়ে ছিলো অনিশ্চয়তা। শেষমেষ ২৫ এপ্রিল দিনটিকে বেছে নেওয়া হয়। তবে অন্যান্যবারের তুলনায় এবার অস্কার মঞ্চের জৌলুস অনেকটাই কম থাকবে। কেননা কোভিড-১৯’র জন্য নেওয়া হয়েছে একাধিক সতর্কতা। ফলে এতে অংশগ্রহণকারীদের মানতে হবে বেশ কিছু নিয়ম-কানুন।

বিজ্ঞাপন

এই যেমন পছন্দের তারকার এক ঝলক পাওয়ার আশায় লালগালিচার দু’ পাশে এবার আর ভিড় জমাতে পারবেন না দর্শকরা।

অস্কারে অংশ নিতে হলে তারকাদের ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

বিজ্ঞাপন
অস্কার অ্যাওয়ার্ড

আমেরিকার বাইরে যারা থাকেন যেমন- ‘প্রমিজিং ইয়ং ওমেন’ নির্মাতা এমেরাল্ড ফেনেল, তারকা ক্যারে মুলিগান এবং রিয়াজ আহমেদ তাদের জন্য করা হচ্ছে পৃথক ব্যবস্থা।

দুটি ভেন্যুতেই করোনা পরীক্ষার সুব্যবস্থাসহ থাকবে একটি সুরক্ষা টিম। প্রত্যেক তারকার করোনা পরীক্ষা করে, তবেই ঢুকতে দেওয়া হবে।

অস্কার অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন, তাদের প্রত্যেকের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক।

প্রসঙ্গত, শুরুতে জুমে সম্পূর্ণ অনুষ্ঠানটি করার পরিকল্পনা ছিলো অস্কার কর্তৃপক্ষের। তবে পরবর্তীতে তা নাকচ করে দেওয়া হয়।