সপরিবারে করোনায় আক্রান্ত নীল নীতিন মুকেশ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নীল নীতিন মুকেশ

নীল নীতিন মুকেশ

বলিউড অভিনেতা অর্জুন রামপালের পর এবার জানা গেলো আরেক অভিনেতা নীল নীতিন মুকেশের করোনা আক্রান্তের খবর।

বলিউডের এই অভিনেতার পাশাপাশি তার সম্পূর্ণ পরিবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন নীল নিজেই।

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, “সব ধরণের সুরক্ষাই নিয়েছিলাম। এমনকি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরেও বের হইনি। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এবং আমার পরিবারের সকল সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। আমরা সকলে হোম কোয়ারেন্টাইনে রয়েছি। সেই সঙ্গে চিকিৎসকের দেওয়া ‍ওষুধ খাচ্ছি। আপনাদের সকলের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ। সবাই নিজের খেয়াল রাখুন। ভালো থাকুন।”

করোনাভাইরাস মহামারিকে হালকাভাবে না নেওয়ার অনুরোধ জানিয়ে নীল লিখেছেন, “এই মুহূর্তে আমাদের সকলের আপনাদের ভালোবাসা ও আর্শীবাদ প্রয়োজন। দয়া করে বিষয়টিকে কেউ হালকাভাবে নেবেন না।”

বিজ্ঞাপন