করোনায় মারা গেলেন অভিনেতা এস এম মহসীন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অভিনেতা এস এম মহসীন

অভিনেতা এস এম মহসীন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন গুণী অভিনেতা ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম মহসীন।

রোববার (১৮ এপ্রিল) এস এম মহসীনের ছেলে বাসেদ মহসীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মহসীন বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা তার ফুসফুসে সংক্রমিত হয়েছিলো মারাত্মকভাবে। চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৮ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টর’স গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু বলেন, আজ বাদ আসর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে সমাহিত হবেন একুশে পদকজয়ী এস এম মহসীন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এস এম মহসীন প্রায় চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন। অভিনয়ে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে একুশে পদক পেয়েছেন তিনি। দীর্ঘদিন তিনি চাকরি করেছেন শিল্পকলা একাডেমিতে। পাশাপাশি শিক্ষকতাও করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।