ভক্তের স্বপ্ন পূরণ করবেন কিয়ারা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কিয়ারা আদভানি

কিয়ারা আদভানি

পছন্দের তারকাকে এক নজর কাছ থেকে দেখার জন্য কতো কিছুই না করে থাকেন ভক্তরা। দিনের পর দিন, রাতের পর রাত প্রিয় তারকার বাড়ির সামনে অপেক্ষা করেন শুধুমাত্র সেই প্রিয় মানুষটির একটি ঝলক দেখার আশায়।

কিয়ারা আদভানি

মাঝে মাঝে ভক্তদের নানা আবদারও পূরণ করে থাকেন তারকারা। এরই ধারাবাহিকতায় এবার এক ভক্তের স্বপ্ন করতে যাচ্ছেন কিয়ারা আদভানি।

বিজ্ঞাপন

সম্প্রতি কিয়ারার ফ্যান পেজ থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে। সেখানে তার এক ভক্ত লিখেছেন, ‘আমার আইডল কিয়ারা ম্যাম, এটি আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত। আমি দুঃখিত তিনি বহুবার দিল্লি এসেছে শুটিং করতে, ছবির প্রোমোশন করতে, কিন্তু তার সঙ্গে একবারও দেখা হয়নি আমার। কিন্তু পরের বার আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করবো। আশা করছি স্বপ্ন সত্যি হবে, আঙুল ক্রস করলাম। কিয়ারা ম্যাম দেখা করতে চাই তোমার সঙ্গে।’

কিয়ারা আদভানি

অনুরাগীর সেই টুইটের জবাবে অভিনেত্রী লেখেন, ‘স্বপ্ন সত্যি হবে খুব খুব তাড়াতাড়ি’।

বিজ্ঞাপন

কিয়ারা টুইট দেখে তড়িঘড়ি সেই ভক্ত টুইট করেন, ‘এই কথায় সত্যিই কৃতজ্ঞ এবং বিনীত কিয়ারা ম্যাম। তোমার ভালোবাসাই আমার কাছে সবকিছু। তোমার কথায় আমার মুখে একটা চওড়া হাসি এসেছে আজকের দিনে। আমার দিন ভালোই যাবে। তোমার সঙ্গে দেখা করা আমার জীবনের সেরা দিন হবে। সত্যিই অপেক্ষায় রইলাম।’