কার্তিককে নিষিদ্ধ করলো করণের ধর্মা প্রোডাকশন

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কার্তিক আরিয়ান ও করণ জোহর

কার্তিক আরিয়ান ও করণ জোহর

বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘দোস্তানা টু’। এতে অভিনয় করার কথা ছিলো কার্তিক আরিয়ান ও জানভি কাপুরের। ২০১৯ সালে এমনটাই ঘোষণা দিয়েছিলো করণ জোহরের ধর্মা প্রোডাকশন। তবে ইটিটাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ছবি থেকে ছেঁটে ফেলা হয়েছে কার্তিককে।

এ প্রসঙ্গে করণের একটি ঘনিষ্ঠসূত্র জানায়, কার্তিকের অপেশাদার ব্যবহারে বিরক্ত করণ জোহর। এ কারণেই বাদ পড়েছেন বলিউডের এই অভিনেতা।

বিজ্ঞাপন

জানা গেছে, এই ছবির ডেট নিয়ে প্রযোজনা সংস্থাকে দিনের পর দিন ঝুলিয়ে রেখেছিলেন কার্তিক। এমনকি তার ট্যালেন্ট এজেন্সিকে বারবার শুটিংয়ের তারিখ নিশ্চিত করার কথা জানানো হলেও জবাব মেলেনি।

এখানেই শেষ নয়, শেষ মুহূর্তে ছবির স্ক্রিপ্ট নিয়েও আপত্তি তুলেছিলেন কার্তিক। ক্রিয়েটিভ ডিফারেন্সের জেরেও নাকি প্রযোজনা সংস্থার সঙ্গে মনোমালিন্য হয়েছে ৩০ বছর বয়সী এই তারকার।

বিজ্ঞাপন

জন আব্রাহাম-অভিষেক বচ্চন অভিনীত ‘দোস্তানা’ ছবির সিক্যুয়েল ‘দোস্তানা টু’। এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন কোলিন ডিকুনহা।

কার্তিকের পাশাপাশি এতে প্রধান চরিত্রে আরও অভিনয়ের কথা ছিল নবাগত লক্ষ্য লালওয়ানির।

জানা গেছে, কার্তিক বাদ পড়লেও লক্ষ্য এবং জানভি কাপুর এই ছবির অংশ থাকছেন।