মা হলেন পিয়া জান্নাতুল

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পিয়া জান্নাতুল

পিয়া জান্নাতুল

মা হলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। রোববার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা-ছেলে দু’জনই সুস্থ আছেন বলে জানা গেছে।

২০০৭ সালে সুন্দরী মিস বাংলাদেশ হিসেবে আলো ঝলমলে জগতে আবির্ভূত হন জান্নাতুল পিয়া। এরপর মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনসহ ওয়েব কনটেন্টেও তাকে কাজ করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

২০১২ সালে রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে চিত্রজগতে তার আগমন ঘটে। এরপর আরও কিছু সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেশ কয়েকটি আসরে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন তিনি।

স্বামীর সঙ্গে পিয়া জান্নাতুল

পিয়া জান্নাতুল অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘চোরাবালি’ (২০১২), ‘দ্য স্টোরি অব সামারা’ (২০১৫), ‘গ্যাংস্টার রিটার্নস’ (২০১৫), ‘প্রবাসীর প্রেম’ (২০১৫), ‘ছিটমহল’ (২০১৬), ‘প্রেম কি বুঝিনি’ (২০১৭)।

বিজ্ঞাপন