হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাইফ, কোথায় থিতু হলেন?
রাতদুপুরে বাড়িতে ঢুকে ছিনতাইয়ে চেষ্টা, বাধা পেয়ে ছুরি দিয়ে উপুর্যপরি আঘাত। বাড়ির নিরাপত্তা যতই আঁটসাঁট হোক, দুষ্কৃতী হামলায় হাসপাতালে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে তাই সেই বাড়িতে ফিরলেন না বলিউড নবাব সাইফ আলী খান।
আজ মঙ্গলবার দুপুরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি স্ত্রী, পুত্রদের নিয়ে ফিরলেন পুরনো বাড়িতে, বান্দ্রার ‘ফরচুন হাইটস’এ। আবাসনে ২৪ ঘণ্টা নিরাপত্তারক্ষী মোতায়েন রাখা হয়েছে। সেখানকার পরিবেশে অভিনেতার সুস্থতা হওয়া দ্রুত হবে বলে মনে করছেন চিকিৎসকরা। তাদের পরামর্শ, আগামী ২ মাস অভিনেতাকে বিশ্রামে থাকতে হবে। শুটিং, জিম একেবারে বাদ।
যে সময় সাইফকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তখন তার বাড়ির কোনো গাড়ি প্রস্তুত ছিল না। অটোরিকশায় চড়ে লীলাবতী হাসপাতালে পৌঁছান তিনি। সে সময় অভিনেতার সঙ্গে ছিল ৮ বছর বয়সী সন্তান তৈমুর। অভিনেতাকে শুধু দ্রুততার সঙ্গে হাসপাতালেই পৌঁছে দেননি, ভাড়াও চাননি অটোচালক ভজন সিং রানা। অভিনেতার জীবন বাঁচিয়ে প্রশংসার পাশাপাশি এবার পুরস্কার পেয়েছেন ভজন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, অটোচালক ভজন সিং রানাকে ১১ হাজার রুপি পুরস্কার দিয়েছে ফাইজান আনসারি নামের এক সমাজকর্মী।
ঘটনা গত বুধবার দিবাগত রাত আড়াইটা কি তিনটার দিকে হবে। বান্দ্রা লিঙ্কিং রোডের গলি ধরে অটো চালিয়ে যাচ্ছিলেন ভজন সিং রানা। সাইফের বাসভবন সদগুরু শরণ অ্যাপার্টমেন্টের কাছ দিয়ে যেতে যেতে হঠাৎ দেখেন, সামনে এক নারী ‘রিকশা রিকশা’ বলে চিৎকার করছেন। সেই নারীই কারিনা কাপুর! ততক্ষণে বাড়ির ফটক থেকেও কয়েকজনের ডাক শুনতে পান তিনি। গেট পেরিয়ে একটু এগিয়েই গিয়েছিলেন ভজন। ডাকাডাকি শুনে ইউ টার্ন করে এসে দরজার সামনে অটো থামান।
সাইফ আলী খানের সাদা কুর্তা তখন রক্তে ভেসে যাচ্ছে। নিজের পরিচয় দিয়ে অটোচালক ভজনকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন অভিনেতা। কথা রাখেন চালক। যত দ্রুত সম্ভব তাকে নিয়ে যান লীলাবতী হাসপাতালে। এমনকি কোনো ভাড়াও চাননি তিনি। এ জন্যই এবার পুরস্কার পেলেন অটোচলাক।
পুরস্কার পাওয়ার পর ভজন বলেন, ‘ওই সময় আমার একমাত্র উদ্দেশ্য ছিল কত দ্রুত আমি তাকে নিয়ে হাসপাতালে যেতে পারব; সেটাই করেছি। সেই সময় তো বুঝতেও পারিনি অত বড় তারকা আমার অটোতে বসেছেন। তখন ভাড়া চাওয়ার কথাও মাথায় আসেনি। এমন পরিস্থিতিতে কাউকে সাহায্য করতে পারা পুরস্কারের সমান।’
সাইফ আলী খানকে সে সময় সহযোগিতা করতে পেরে বেশ উচ্ছ্বসিত ভজন সিং। জানান, অভিনেতা ডাকলে যেকোনো সময় দেখা করতে প্রস্তুত তিনি। দুই দিন আগে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভজন বলেছিলেন, ‘সাইফ যদি আমার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন, অবশ্যই আমি আসব। যদি তিনি আমাকে কোনো পুরস্কার দিতে চান, যা তাকে আনন্দিত করবে, তা আমি কীভাবে ফেরাব?’