সোহা আলী খানের বাড়িতেও এসেছিল অনুপ্রবেশকারী!
গত বুধবার বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতকারী। তাদের হামলায় গুরুতর আহত হন অভিনেতা। অস্ত্রোপচারের পর সাইফ এখন আছেন মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে। এই ঘটনার পর এবার আলোচনায় সাইফের বোন অভিনেত্রী সোহা আলী খানের বাড়িতে দুষ্কৃতকারীর হানা দেওয়ার ঘটনা। সম্প্রতি সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন সোহা।
যদিও ঘটনাটি অতি সম্প্রতি ঘটেনি। ২০১১ সালে সোহা এই ঘটনার মুখোমুখি হয়েছিলেন। মুম্বাইয়ের খারে সোহার অ্যাপার্টমেন্টে ঘটনাটি ঘটেছিল। সেদিন ছিল কুনাল খেমু ও সোহার ছবির বিশেষ প্রদর্শনী।
দুজনেই সেখানে গিয়েছিলেন। কাজ মিটিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন দুজন। এরপর এই তারকা দম্পতি রাতের খাবার খেতে বসেন। কিন্তু সেই সময় হঠাৎ তাদের বারান্দা থেকে নানা রকমের শব্দ আসতে থাকে। কোথা থেকে সেই শব্দ আসছে, তা দেখার জন্য কুনাল বারান্দার দিকে যান। আর সেখানে গিয়েই দেখতে পান, এক ব্যক্তি তাদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে।
কুনালকে দেখতে পেয়ে অনুপ্রবেশকারী একতলার বারান্দায় পালানোর চেষ্টা করে, কিন্তু তাড়াতাড়ির মধ্যে পায়ে টাল সামলাতে না পেরে পড়ে যান।
কুনাল দ্রুত নিচে ছুটে আসেন, ওই অনুপ্রবেশকারী পালানোর আগেই তাকে ধরে ফেলেন। তারপর তদন্ত শুরু হলে জানা যায় যে ওই ব্যক্তির একটি দীর্ঘ অপরাধমূলক ইতিহাস রয়েছে। এর আগেও বেশ কয়েকটি বাড়িতে ডাকাতি করেছে সে।
এদিকে গতকাল রোববার লীলাবতী হাসপাতালে সাইফকে দেখতে গিয়েছিলেন সোহা। পরে তিনি কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে। অভিনেত্রী জানান, সাইফ ভালো আছেন। দ্রুত সেরে উঠছেন তিনি।
খবর: পিংকভিলা