চুপিসারে কী করছেন অমৃতা?
অমৃতা খান, চিত্রনায়িকা হিসেবেই পরিচিতি তার।
অভিষেক হয় ‘গেইম’ ছবির মাধ্যমে।
এরপর অভিনয় করেন আরও বেশ কয়েকটি ছবিতে।
ফাঁকে অবশ্য লম্বা একটা ছুটি কাটিয়েছেন অমৃতা।
কাজ করেননি কোনো।
ব্যস্ত ছিলেন পড়াশোনা-পরীক্ষা ইত্যাদি নিয়ে।
সেসব শেষ করে আবারও ফিরেছেন অমৃতা।
বলছেন-
এ লেভেল পরীক্ষা শেষ করলাম। এখন থেকে আবার ছবিতে অভিনয় করতে পারবো। ভালো ভালো গল্পের প্রস্তাবও পাচ্ছি।
বলেই ক্ষান্ত হননি নায়িকা, শুরু করেছেন নতুন ছবির কাজ।
তাও আবার চুপিসারেই!
মাসখানেক ধরে শুটিং হচ্ছে, অথচ তেমন কেউই জানে না খবরটা।
ছবিটির নাম ‘ও মাই লাভ’।
নির্মাতা আবুল কালাম আজাদ।
অমৃতার চরিত্রটি আইনজীবীর।
তিনি বলছেন-
এবারই প্রথম ভিন্ন ধরনের একটি চরিত্রে অভিনয় করছি। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন।
‘ও মাই লাভ’-এ অমৃতার নায়ক ঋদ্দিস।
এতে অভিনয় করতে দেখা যাবে- অরুণা বিশ্বাস, বড়দা মিঠু, কলকাতার সাবর্ণীসহ আরও অনেককেই।
ছবির কাজ থেকে দূরে থাকার সময়টাতে একটু মুটিয়ে গেছিলেন ঢালিউডের এই নায়িকা।
তখন অবশ্য এসব নিয়ে ভাবেননি তিনি।
অমৃতা বলছেন-
কিন্তু পরীক্ষার শেষে যখন নতুন ছবির শুটিংয়ের কথা হচ্ছিলো, তখন ওজন কমানোর মিশনে নামি। দুই মাসে ৫ কেজি ওজন কমাতে সক্ষম হই। এরপর ছবির কাজ শুরু করি। তবে ওজন আরও কমাতে হবে।
নিয়মিত সেই চেষ্টা করেও চলছেন অমৃতা খান।
এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন ‘সমসাময়িক’ নামের নতুন একটি ছবিতে।
আগামী নভেম্বরেই (২৩ তারিখ থেকে) শুরু হচ্ছে রয়েল খানের পরিচালনায় ছবিটির শুটিং।
কিন্তু এই ছবিতে অমৃতার বিপরীতে কে থাকছেন, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুনঃ