বিয়ের দিনের আগের দিনেই মা হলেন শায়লা

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

শায়লা সাবি

শায়লা সাবি

শায়লা সাবি, মডেল এবং অভিনেত্রী।

দুই পর্দারই পরিচিত মুখ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/23/1537720054533.jpg
শায়লা সাবি

প্রথম আলোচনায় আসেন ২০১২ সালে, ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার মাধ্যমে।

বিজ্ঞাপন

সেই প্রতিযোগিতার একজন বিচারক ছিলেন অভিনেতা ফেরদৌস।

তিনি শায়লার পারফরমেন্সে মুগ্ধ হয়ে প্রস্তাব দেন অভিনয়ের।

বিজ্ঞাপন

সেই-ই শুরু।

তারপর থেকেই কাজ করছেন নিয়মিত।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/23/1537720107545.jpg
শায়লা সাবি

নাটক, টেলিছবি, চলচ্চিত্র এমনকী বিজ্ঞাপন; সব ক্ষেত্রেই হাজির তিনি।

বড়পর্দায় শায়লাকে প্রথম দেখা যায় ২০১৪ সালে, ‘প্রিয়া তুমি সুখী হও’ ছবির মাধ্যমে।

এটি ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত।

পরের বছরই মুক্তি পায় শায়লার নতুন ছবি, আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’।

২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর বিয়ে করেন তিনি।

পাত্র, সাব্বির আহমেদ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/23/1537720129193.jpg
সাব্বির এবং শায়লা

বিয়ের দুই বছর পর, দ্বিতীয় বিবাহ বার্ষিকীর ঠিক একদিন আগে, গতকাল শনিবার (২২ সেপ্টেম্বর ২০১৮) মা হন শায়লা সাবি।

পৃথিবীতে আসে তার প্রথম কন্যা সন্তান।

কিন্তু খুব একটা ভালো নেই শিশুটি।

শায়লা জানিয়েছেন-

মেয়েকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়েছে। আশা করি, আজ (২৩ সেপ্টেম্বর ২০১৮) একটা ভালো সংবাদ পাবো।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/23/1537720160980.jpg
শায়লা সাবি

মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, গত বছর মুক্তি পায় শায়লা সাবি অভিনীত ‘ক্রাইম রোড’ ছবিটি।

আপাতত মুক্তির অপেক্ষায় আছে তানিম রহমান অংশু পরিচালিত ছবি ‘আদি’।