‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড-সিজন ২’ মাতাবেন যারা
গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৭ জানুয়ারি। রাজধানী ঢাকার ‘হলিডে ইন’ পাঁচ তারকা হোটেলে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সিজন-২ অনুষ্ঠিত হবে। এবারের অনুষ্ঠানটি বর্ণাঢ্যময় আয়োজনে সাজানো হয়েছে। দেশের এক ঝাঁক জনপ্রিয় তারকার উপস্থিতিতে মুখরিত হবে এই আয়োজন।
এ বছর বাংলা চলচিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা, কিংবদন্তি নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা ও এনটিভির পরিচালক নুর উদ্দিনকে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা প্রদান করা হবে।
২০২৩ সালের সেরা চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতার সেরাদের পুরস্কার প্রদান করা হবে। জুরি বোর্ডের দায়িত্ব পালন করছেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোরশেদ, প্রখ্যাত চিত্রনায়িকা রোজিনা, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, ট্রাব সভাপতি সালাম মাহমুদ, কোরিওগ্রাফার ইভান শারিয়ার সোহাগ, বার্তা২৪.কমের সিনিয়র সাংবাদিক মাসিদ রণ ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের চেয়ারম্যান মাশায়েদ রহমান মুন।
পুরস্কার প্রদানের পাশাপাশি আয়োজনটিকে জমকালো করার জন্য থাকছে জনপ্রিয় তারকাদের নাচ ও গানের পরিবেশনা।
গ্লোবাল স্টার কমিউনিকেশনের সিইও আর কে রিপন জানান, আমাদের বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যকে দেশে এবং দেশের বাহিরে মানুষদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে আমাদের এই সংগঠন। এ লক্ষে ইতিমধ্যে বিশ্বের কয়েকটি দেশে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে।