লেনদেন চালুর অনুমতি চেয়ে ডিএসইর চিঠি

  বাংলাদেশে করোনাভাইরাস
  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ডিএসই লোগো

ডিএসই লোগো

প্রায় দেড় মাস বন্ধ থাকার পর পুঁজিবাজারে লেনদেন চালু করার অনুমতি চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

রোববার (৩ মে) ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী সানাউল হক স্বাক্ষরিত চিঠিতে আগামী ১০ মে লেনদেন চালু করার সম্মতি চেয়ে কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন কাছে আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ৩০ এপ্রিল লেনদেন চালুর নীতিগত সিদ্ধান্ত নেয় ডিএসইর পরিচালনা পর্ষদ। ওই দিন অনলাইনে আয়োজিত এক অনানুষ্ঠানিক পরিচালনা পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনাভাইরাস মহামারির কারণে গত ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে পুঁজিবাজারও বন্ধ রয়েছে।