শ্রমিকদের বেতন ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধের আহ্বান

  বাংলাদেশে করোনাভাইরাস
  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিকেএমইএ এবং বিজেএমইএ

বিকেএমইএ এবং বিজেএমইএ

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বন্ধ থাকা পোশাক কারখানাগুলোর শ্রমিকদের মার্চ মাসের বেতন আগামী ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করতে আহ্বান জানিয়েছে বিজিএমইএ এবং বিকেএমইএ।

সোমবার (৬ এপ্রিল) পোশাক খাতের শীর্ষ দুই সংগঠনের সভাপতি ড. রুবানা হক ও সেলিম ওসমান স্বাক্ষরিত বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, মহামারি করোনার কারণে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে পোশাক খাতের প্রতিষ্ঠান ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে সকল কারখানার শ্রমিক ও কর্মচারীদের বেতন পরিশোধের জন্য অনুরোধ করা হচ্ছে।