ইবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শনিবার (৭ মার্চ) সকাল ১১টায় বর্ণাঢ্য একটি র্যালি বের হয়। র্যালিটি প্রশাসন ভবন চত্বর থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ পাদদেশে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিভিন্ন অফিসের শিক্ষক-কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এরপর বঙ্গবন্ধু পরিষদ পুষ্পস্তবক অর্পণ করে।
পরে মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
সভায় উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ১৯ মিনিটের ভাষণ বাঙালি জাতির ম্যাগনাকার্টা। এটি ভাষণ বাঙালি জাতির অনন্তকালের বাতিঘর। এ ভাষণ বাঙালি জাতিকে মহাসমুদ্রে ধ্রুবতারার মতো এ গিয়ে নিয়ে গিয়েছে। মহান স্বাধীনতা সংগ্রামের বীজ অঙ্কুরিত হয়ে পরিস্ফুটিত হয়েছিল।