ঢাবির স্মার্ট কার্ড তৈরির যন্ত্র আসবে যুক্তরাষ্ট্র ও জাপান থেকে!

  • ইমরান হোসাইন, ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্মার্ট কার্ড তৈরির যন্ত্র আসবে যুক্তরাষ্ট্র ও জাপান থেকে

স্মার্ট কার্ড তৈরির যন্ত্র আসবে যুক্তরাষ্ট্র ও জাপান থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত স্মার্ট আইডি কার্ড অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। স্মার্ট কার্ড তৈরির জন্য ইতিমধ্যে আমেরিকা এবং জাপান থেকে দুটি যন্ত্র আনার টেন্ডার দেওয়ার কথাবার্তাও চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বার্তাটোয়েন্টিফোর.কমের বিশ্ববিদ্যালয় প্রতিবেদকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা জানান।

বিজ্ঞাপন

স্মার্ট আইডি কার্ডের কাজ এ বছর শুরু হওয়ার কথা, সেটার অগ্রগতি কতটুকু এমন প্রশ্নে তিনি বলেন হ্যাঁ এইতো আমরা হাতে নিয়েছি। এটার মেটেরিয়ালস এখনও আসেনি। এসবতো বাংলাদেশে নেই। এগুলোর জন্য টেন্ডার দিতে হয়। আমাদের মেটেরিয়ালসগুলো যথাক্রমে জাপান এবং যুক্তরাষ্ট্র থেকে আসবে। যারা এসব নিয়ে কাজ করেন (প্রকৌশলী) তাদের সঙ্গে কথাবার্তা চলছে।

টেন্ডার সম্পন্ন হয়েছে কি না-এমন প্রশ্নে তিনি বলেন, না এখনও হয়নি। হচ্ছে আস্তে ধীরে।

বিজ্ঞাপন

স্মার্ট কার্ডের প্রধান প্রতিবন্ধকতা কী? শুধু আমলাতান্ত্রিক জটিলতা নাকি অন্যকিছুও ছিল- এমন প্রশ্নের উত্তরে আখতারুজ্জামান বলেন, ‘এসব কিছুই না। এটা অনেক কারণে এতদিন পড়ে ছিল। আমরা শক্ত অবস্থান নিয়ে এখন শুরু করেছি। একটি সুন্দর কাঠামো ও পরিকল্পনা নিয়ে এগুতে চাই। আর তার জন্য ওই ধরণের অবকাঠামো নির্মাণ করতে হবে । আমরা সেটাই করছি।’

তাহলে যারা স্মার্ট কার্ড বাবদ গত তিন বছর ধরে টাকা দিয়ে আসলেন কিন্তু সেবা পেলেন না, এটা কি তাদের প্রতি এক ধরণের অবিচার না- এমন প্রশ্নের জবাব উপাচার্য এড়িয়ে গিয়ে প্রতিবেদককে বলেন, বাবা তুমি খুব ভালো ছেলে, কোন ডিপার্টমেন্টে পড় জানি বলছিলে?

উপাচার্য বলেন এতদিন কেউ এগুলোর কাজ করেনি। সেখানে অবিচার বলে লাভ আছে? আমরাতো তাও কাজ শুরু করেছি। একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছি।

আবাসিক হলগুলোর ডেটাবেজ সম্পর্কে তিনি বলেন, ডেটাবেজ ডিপার্টমেন্ট এবং হলগুলো সমন্বয় করে তৈরি করে নিবে। কখন শুরু হবে তার উত্তর না দিয়ে তিনি বলেন, এ বছর হউক আর পরের বছর হউক প্রক্রিয়াটা শুরু করতে হবে। একটা অবকাঠামো নির্মাণ করে আস্তে আস্তে শুরু করব।

হলগুলোতে প্রশাসনিকভাবে সিট দেওয়ার প্রতিবন্ধকতা কোথায়? এমন প্রশ্নে তিনি বলেন, এটা বলতে পারবো না। তবে আমরা সেগুলো চিহ্নিত করতে নির্দেশনা দিয়েছি। ইতিমধ্যে তার প্রক্রিয়া চলছে। সবকিছু পরিকল্পনা করে করতে হইবে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১০-২০১১ সেশন থেকে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি ও রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করে আসছে। ফলে সব শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য, বিভাগ ও হল সংক্রান্ত তথ্য সার্ভারে সংরক্ষিত রয়েছে। এসব তথ্য ব্যবহার করে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণির সকল শিক্ষার্থীকে স্মার্ট কার্ড প্রদান করা সম্ভব হয়েছে। এই পরিচয়পত্রে শিক্ষার্থীদের নাম, নিবন্ধন নম্বর, আইডি কোড, ছবি, বিভাগ ও হলের নাম সহ সকল ব্যক্তিগত তথ্য সংরক্ষিত আছে। মার্কশিট ও সার্টিফিকেট প্রণয়নসহ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, বিভাগ, ইনস্টিটিউট, পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস, হল অফিস এবং নিরাপত্তা বিষয়ক বিভিন্ন যাচাই ও নিরীক্ষণ কাজে এই স্মার্ট আইডি কার্ড ব্যবহার করা যাবে।

২০১৫-২০১৬ সালে এটির আনুষ্ঠানিকতা শুরু করে কয়েকজন শিক্ষার্থীকে এ কার্ড প্রদান করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।