রাবি সংলগ্ন রেললাইন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

  • রাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাবি কৃষি অনুষদ ভবন সংলগ্ন রেললাইনে বৃদ্ধার মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রাবি কৃষি অনুষদ ভবন সংলগ্ন রেললাইনে বৃদ্ধার মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদ ভবন সংলগ্ন রেললাইন থেকে অজ্ঞাত এক বৃদ্ধার (৬৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

রাজশাহী রেলওয়ে থানার এসআই মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘রেললাইনে এক বৃদ্ধার ট্রেনেকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।’

বিজ্ঞাপন

স্থানীয় লোকজনের বরাত দিয়ে মশিউর রহমান বলেন, ‘পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনেকাটা পড়ে তার মৃত্যু হয়েছে।’

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।