ভিসির বাসভবন ঘেরাও করে পাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
উপাচার্য অধ্যাপক ড. রোস্তম আলী সহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
চতুর্থদিনের মতো শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। পরে বেলা আড়াইটার দিকে ঘেরাও কর্মসূচী থেকে সরে এসে আজকের মতো আন্দোলন শেষ করেন শিক্ষার্থীরা।
এদিকে, উদ্ভুত পরিস্থিতি নিয়ে সেখানে প্রক্টরিয়াল বডি, সকল অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের নিয়ে উপাচার্য বৈঠকে বসেন। তবে বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে তা জানা যায়নি।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, সম্প্রতি ফাঁস হওয়া পাবিপ্রবি উপাচার্য ড. এম রোস্তম আলীর কাছে চাকরি প্রার্থীর ঘুষ ফেরত চাওয়ার অডিও তদন্তসহ ১২ দফা দাবি পূরণে গত চারদিন ধরে আন্দোলন করে আসছেন তারা।
দাবি পূরণে বেঁধে দেওয়া সময়সীমা পার হলেও প্রশাসন কোন পদক্ষেপ না নেওয়ায় উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের এক দফা দাবিতে বুধবার (৩০ অক্টোবর) থেকে আন্দোলন শুরু করে তারা।
উল্লেখ্য, গত সোমবার (২৮ অক্টোবর) প্রথমে চার দফা দাবিতে বিক্ষোভসহ আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরদিন আরও কিছু দাবি যুক্ত করে ১২ দফা দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় তারা। দাবি পূরণ না হওয়ায় আন্দোলন কর্মসূচী চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয় শিক্ষার্থীরা।