ঢাবিতে পহেলা নভেম্বর থেকে শুরু ‘হ্যাকাথন’
আগামী পহেলা নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং বাংলাদেশ জাপান জয়েন্ট ভেঞ্চার কোম্পানি যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে দুইদিন ব্যাপী হ্যাকাথন ‘Code Samurai-2019’। বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিভাগ ও প্রকৌশল বিভাগে অনুষ্ঠিত হবে এ আয়োজন।
বুধবার (৩০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং বাংলাদেশ জাপান জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলন করে এসব জানান।
লিখিত বক্তব্যে তারা বলেন, ‘বর্তমান ও ভবিষ্যতে জাপানে আইটি ইঞ্জিনিয়ারদের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। জাপান থেকে আগত আইটি সংস্থাগুলি বাংলাদেশের প্রতিভাবান আইটি ইঞ্জিনিয়ারদের নিয়োগে আগ্রহী। এই প্রতিযোগিতার মাধ্যমে জাপানি সংস্থাগুলি বাংলাদেশ আইটি গ্রাজুয়েটদের সম্পর্কে অবগত হবেন এবং একই সঙ্গে গ্র্যাজুয়েট এবং সংস্থাগুলোর মধ্যে সেতুবন্ধন তৈরি করতে সাহায্য করবে।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ডঃ মোঃ মুস্তাফিজুর রহমান। সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড মমিনুর রশিদ মাসুদ, অধ্যাপক ড. উপমা কবির। আরও উপস্থিত ছিলেন BJIT Limited এর চিফ এক্সিকিউটিভ অফিসার মেহেদী মাসুদ।
‘Code samurai -2019’ প্রতিযোগিতার মূল পর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগ ও প্রকৌশল বিভাগে অনুষ্ঠিত হবে। পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠান ২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাপান দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত জনাব নওকি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.কাজী শহীদুল্লাহ, জাপান বহুমুখী বাণিজ্য সংস্থা (JETRO) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি অ্যান্ডো। এছাড়াও বেশ কয়েকটি জাপানি আইডি সংস্থা এই ইভেন্টে অংশগ্রহণ করবেন।
উল্লেখ, বাংলাদেশের প্রায় ৫৮টি স্বায়ত্তশাসিত, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৮৭টি দল এই ইভেন্টে অংশ নিতে প্রাথমিকভাবে নিবন্ধন করে। পরবর্তীতে এই বিশাল সংখ্যক দলের মধ্যে বিচারকরা ৩৫ দলকে প্রাথমিকভাবে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল হিসেবে বাছাই করেছে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম বিজয়ী দল ১৫০,০০০ টাকা, দ্বিতীয় বিজয়ী ৯০,০০০ টাকা এবং তৃতীয় বিজয়ী দল ৩০,০০০ টাকা পাবে।