ঢাবির হল থেকে ১০টি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার!

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় ১০টি রামদাসহ, ছুরি ও লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) হলের কর্মচারীরা ডাইনিংয়ের ছাদ পরিষ্কার করতে গেলে কাপড়ে মোড়ানো অবস্থায় সেগুলো পাওয়া গেছে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ। তবে অস্ত্রগুলোর উৎস সম্পর্কে বলতে পারেনি হল প্রশাসন।

বিজ্ঞাপন
কাপড়ে মোড়ানো অবস্থায় ছা্দে পাওয়া যায়

বুধবার (৩০ অক্টোবর) হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এসম্পর্কে জানানো হয়।

চিঠিতে তিনি বলেন, ২৯ অক্টোবর সকালে হলের পরিচ্ছন্নতাকর্মীরা ডাইনিংয়ের ছাদ পরিষ্কার করতে গেলে কাপড়ে মোড়ানো একটি প্যাকেট দেখে অফিসকে অবগত করেন।

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে সেটি হল অফিসে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে ১০টি রামদা, দুটি বড় ছুরি এবং লোহার দুটি পাইপ পাওয়া যায়। কারা সেগুলো ছাদে নিয়ে গেছেন সে বিষয়ে চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি। ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলেও জানা যায়।

তবে হল প্রাধ্যক্ষের ধারণা অভিযানের ভয়ে সেগুলো কেউ ছাদে ফেলে যেতে পারেন।