গণরুম বন্ধে ভিসির আশ্বাস, শিক্ষার্থীদের আল্টিমেটাম
‘এ বছর ঢাবিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আর গণরুম সংস্কৃতিতে থাকতে হবে না’ উপাচার্যের এমন আশ্বাসে আল্টিমেটাম দিয়ে আন্দোলন থেকে সরে এসেছে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের এ কথা জানান আন্দোলনের মুখপাত্র তানভীর হাসান সৈকত।
এসময় সৈকত বলেন, আমরা ছয় সদস্যের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে বৈঠক করেছি। সেখানে প্রিন্ট মিডিয়ার অনেক সাংবাদিকও উপস্থিত ছিলেন। দুপুর দেড়টা থেকে ঘণ্টাব্যাপী এ বৈঠক চলে। সেখানে তিনি আমাদের একটি ডেটলাইন দিয়েছেন। উপাচার্যের বরাত দিয়ে সৈকত বলেন, তিনি বলেছেন এ বছর প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের গণরুম নামক সংস্কৃতিতে থাকতে হবে না। গণরুমে ব্যাংক বেডের ব্যবস্থা করা হবে। হল প্রশাসনই শিক্ষার্থীদের যাবতীয় সিট বণ্টন সবকিছু ঠিক করবে। অছাত্রদের হল থেকে বিতাড়িত করে নিয়মিত শিক্ষার্থীদের জায়গা করে দিবেন।
এসময় সৈকত আরও বলেন, আমরা বিশ্বাস করি গণরুম সমস্যার রাতারাতি পরিবর্তন আনা সম্ভব নয়। তাই উপাচার্য যে ডেটলাইন দিয়েছেন আমরা সে পর্যন্ত অর্থাৎ নবীন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাই। এসময় হতে পারে ১৫-২০ দিন। যদি এরপরও কোনো সমাধান না দেখি তাহলে আমরা আরও বড় ধরণের আন্দোলন গড়ে তুলব।
এর আগে মঙ্গলবার সকালে তানভীর হাসান সৈকতের নেতৃত্বে গণরুম সংকট সমাধানে বিশ্ববিদ্যালয়ের কোনো দৃশ্যমান পদক্ষেপ না দেখে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় গণরুমের একদল শিক্ষার্থী। পরে উপাচার্য তাদের আলোচনার আহ্বান করেন।