১২ দফা দাবিতে দ্বিতীয় দিনেও পাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪ দফা থেকে সরে ১২ দফা দাবি নিয়ে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছে। এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগসহ শিক্ষার্থীরা।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, সোমবার ৪ দফা দাবি নিয়ে তারা ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে। দ্বিতীয় দিনে ওই দাবি সমূহের সাথে আরও ৮ টি যৌক্তিক দাবি সংযুক্ত করেছে। দাবিগুলো হচ্ছে; সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া উপাচার্যের সাথে নিয়োগ প্রার্থী এক যুবকের অডিও বিষয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন, তিন শিক্ষকের বিরুদ্ধে করা শোকজ নোটিশ প্রত্যাহার, প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ, রিজেন্ট বোর্ডে নির্বাচিত ছাত্র প্রতিনিধি রাখা, ছাত্র-শিক্ষকদের জন্য গবেষণা বরাদ্দ, খেলার মাঠ উপযোগী, শহীদ মিনার নির্মাণ, গরীব শিক্ষার্থীদের স্কলারশিপ বা বিনাবেতনে অধ্যয়ন, ছাত্র কল্যাণ ফান্ড গঠন, বিশ্ববিদ্যালয় থেকে পাস করা মেধাবী শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে পদায়ন, শিক্ষার্থীদের তথ্য সমৃদ্ধ যুগোপযোগী ওয়েবসাইট তৈরি, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কৃতজ্ঞতা স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাস্কর্য নির্মাণ, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসির অনৈতিক অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত ইস্যু নিয়ে প্রথম দিন সোমবার ৪ দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও প্রশাসনিক ভবন ঘেরা কর্মসূচি পালন করে।
এদিকে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগকে ট্রিপল-ই বিভাগে রূপান্তরের দাবিতে বিক্ষোভ করেছে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা। তাদের দাবি, দুই মাস ধরে তারা এই দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন করছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অবিলম্বে এই দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবে বলে জানানো হয়।
সংশ্লিষ্ট বিষয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এম রোস্তম আলী বলেন, শিক্ষার্থীরা যে দাবি উপস্থাপন করেছে তার মধ্যে কিছু যৌক্তিক দাবি রয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়ন করা যায় এমন দাবিগুলো নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।