‘গণমাধ্যমই তথ্যবিভ্রান্তি থেকে জনগণকে রক্ষা করতে পারে’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গণমাধ্যমই তথ্যবিভ্রান্তি থেকে জনগণকে রক্ষা করতে পারে। এজন্য গুজব প্রতিরোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এসময় মন্ত্রী বলেন, সরকার প্রায়ই গুজব-উসকানির মুখোমুখি হচ্ছে।
রোববার (২৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল আয়োজিত ‘সেকেন্ড ন্যাশনাল জার্নালিজম স্টুডেন্টস ফেস্ট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব আবু আলম মো. শহিদ খান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, স্টামফোর্ড ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী আব্দুল মান্নান, ড্যাফোডিল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সেলিম আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, প্রতিদিন আমাদের দেশে নানাভাবে গুজব ছড়াচ্ছে। আর এটা সবচেয়ে বেশি ছড়াচ্ছে ফেসবুকের মাধ্যমে। আমরা প্রথমে গুজব দ্বারা নানাভাবে প্রভাবিত হই। তারপর যখন গণমাধ্যমগুলো এ নিয়ে কথা বলে, তখন আমরা প্রকৃত ঘটনা জানতে পারি। গুজব প্রতিরোধের কথা বলতে গিয়ে তিনি বলেন, আপনারা যেকোনো ঘটনা আগে নিজের বিবেক দ্বারা বিবেচনা করুন, তারপর বিশ্বাস করুন।
উদ্বোধকের বক্তব্যে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমেরিকান প্রেক্ষাপটে সাংবাদিকতা কেন্দ্রিক পড়াশোনা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বশ্রেষ্ঠ লেখাপড়া। অতএব নিজেদের এবং সমাজকে স্মরণ করে নিজেদের সেভাবেই প্রস্তুত করতে হবে।
সংবেদনশীল মানুষ হওয়ার আহ্বান জানিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সংবেদনশীল মানুষ মানে উদার ও নৈতিকতাসম্পন্ন মানুষ। উদার মনমানসিকতা না থাকলে একজন ভালো সাংবাদিক হওয়া যাবে না। কারণ একজন ভালো মানুষই হতে পারে একজন ভালো সাংবাদিক।
গুজব প্রতিরোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে মন্তব্য করে ফরিদা ইয়াসমিন বলেন, ফেইক নিউজের প্রভাবে সারাবিশ্ব আজ উদ্বিগ্ন। তাই গণমাধ্যমকে সবসময় দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তারা তাদের নিজেদের মতামত প্রকাশ করতে পারে না। তাদেরকে সবসময় নিরপেক্ষভাবেই সংবাদ প্রকাশ করতে হয়।
জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিলের সভাপতি সঞ্জিত সরকার উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি শেখ আদনান, বাংলাদেশ সংবাদ সংস্থার নগর সম্পাদক মধুসূদন মন্ডল। এতে সঞ্চালনা করেন কাউন্সিলের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ।