ডিইউডিএস'র সভাপতি ফয়সাল, সম্পাদক জাহিদ ও ইয়াসিন

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির (ডিউডিএস) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহ আল ফয়সাল এবং সাধারণ সম্পাদক পদে সমান ভোট পেয়ে যৌথভাবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুর রহমান ও মো. ইয়াছিন আরাফাত।


শনিবার (২৬ অক্টোবর) ডিউডিএসের ২০১৯-২০ বর্ষের সভাপতি-সাধারণ সম্পাদক পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ছিল ১৮ জন। ১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী ফয়সাল। তার নিকটতম প্রার্থী ইসরাত জাহান নুর ইভা পেয়েছেন ৮ ভোট।

বিজ্ঞাপন

এদিকে সাধারণ সম্পাদক পদে যৌথভাবে ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মো. জাহিদুর রহমান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মো. ইয়াছিন আরাফাত।

গঠনতন্ত্র অনুযায়ী প্রথম ছয় মাস সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন জাহিদুর রহমান ও পরবর্তী ছয় মাস মো. ইয়াছিন আরাফাত।

বিজ্ঞাপন

নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিকতার জন্য উপাচার্যের কাছে অনুমোদনের জন্য তালিকা নিয়ে যাওয়া হয়েছে।