‘চাকরিতে ৩৫ চাই’ আন্দোলনে পুলিশের লাঠিচার্জ
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫, আবেদনের ফি কমিয়ে আনাসহ ৪ দফা দাবিতে আন্দোলনকারীদের মিছিলে বাধা এবং লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় আন্দেলনকারীদের ৩ জন আহত ও ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন আন্দোলনের মুখপাত্র মুজাম্মেল হক মিয়াজী।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।
আন্দোলনকারীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শাহবাগে মহাসমাবেশের উদ্দেশে যাত্রা করেন তারা। শাহবাগ আসতেই তাদের মিছিল থেকে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে। এক পর্যায়ে কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ লাঠিচার্জ ও হামলা করে। এতে আন্দোলনকারীদের তিনজন গুরুতর আহত হন।
আন্দোলনের সমন্বয়ক মুজাম্মেলক হক মিয়াজী বলেন, আমরা চার দফা দাবিতে অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু পুলিশ আমাদের ওপর হামলা করে এবং সাত জনকে গ্রেফতার করে।
তিনি বলেন, আমরা পুলিশকে ২ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। যদি এর মধ্যে গ্রেফতার সাত জনকে ছাড়া না হয়, তাহলে আন্দোলন চলতে থাকবে। আগামীকাল থেকে আমরা গণঅনশনে বসব এবং দেশব্যাপী আন্দোলন গড়ে তুলব।
তবে এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার শাহবাগ থানার ওসি আবুল হোসেনকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।