খুবিতে গণিত অলিম্পিয়াড উদ্বোধন
খুলনা বিশ্ববিদ্যালয়ে একাদশ আঞ্চলিক জাতীয় গণিত অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে বাংলাদেশ ম্যাথমেটিকাল সোসাইটি-এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে স্নাতক একাদশ আঞ্চলিক জাতীয় গণিত অলিম্পিয়াড-২০১৯ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন।
খুবির গণিত ডিসিপ্লিন প্রধানের সভাপতিত্বে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার ফিরোজ আহমেদ।
খুলনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্নাতক পর্যায়ের কলেজের প্রায় দেড়শত শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম ১০ জনকে নির্বাচিত করে তাদের সনদ দেয়া হবে এবং ঢাকায় জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশ গ্রহণের সুযোগ দেয়া হবে। পর্যবেক্ষক হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রবীন্দ্র নাথ মন্ডল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. কল্যাণ কুমার দে উপস্থিত ছিলেন।