ঢাবিতে উত্তীর্ণ অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা দেবে ছাত্রলীগ

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে উত্তীর্ণ অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

রোববার (২০ অক্টোবর) বিকেলে সনজিত-সাদ্দামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা লক্ষ করেছি কিছু শিক্ষার্থী ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হবার পরও আর্থিক অস্বচ্ছলতার কারণে নানামুখী জটিলতার সম্মুখীন হচ্ছে। আমরা শিক্ষা, শান্তি, প্রগতির পরিব্রাজক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ‘মেধাবী’ এই শিক্ষার্থীদের পাশে সর্বাবস্থায় রয়েছে। আর্থিক অসচ্ছলতার কাছে কখনোই মেধার পরাজয় ঘটতে পারে না। এটিই আমাদের সাংগঠনিক মূলমন্ত্র।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে উত্তীর্ণ কোন শিক্ষার্থী যদি আর্থিক অস্বচ্ছলতাজনিত সমস্যার সম্মুখীন হয়, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়।