রাবি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

  • রাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নতুন কমিটির সভাপতি সাকিব (বামে) ও সাধারণ সম্পাদক রাশেদ (ডানে), ছবি: সংগৃহীত

নতুন কমিটির সভাপতি সাকিব (বামে) ও সাধারণ সম্পাদক রাশেদ (ডানে), ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার জন্য 'স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন'র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কে এম সাকিব সভাপতি ও ভাষা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাশেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট একবছর মেয়াদি এ কমিটির ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের প্রশাসন ড. শাহিন জোহরা।

বিজ্ঞাপন

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি (১) জান্নাতুন নাঈম মিতু, সহ-সভাপতি (২) সারোয়ার সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর অন্তু, কোষাধ্যক্ষ সাইদুল হাসান, সাংগঠনিক সম্পাদক রিপন মাহমুদ, দফতর সম্পাদক সোহানুর রহমান, প্রচার সম্পাদক সাঈদ সজল, তথ্য গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইহসান সিফাত, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মতিউর পাটোয়ারী, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, কার্যনির্বাহী সদস্য ইনসানা ইসলাম ইতি, ফারহানা সুলতানা ও ফরহাদ হোসাইন।