বেরোবিতে প্রশাসনিক দায়িত্বে নতুন ২ মুখ

  • বেরোবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বেরোবিতে নিয়োগ পাওয়া ২ জন, ছবি: সংগৃহীত

বেরোবিতে নিয়োগ পাওয়া ২ জন, ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বের দুইটি পদে রদবদল করা হয়েছে। বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে কলা অনুষদের ডিন এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামানকে পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ’র নির্দেশে রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল এই নিয়োগ প্রদান করেন।

বিজ্ঞাপন

নিয়োগ পত্রে জানা যায়, ৮ অক্টোবর থেকে আগামী ২ বছর কলা অনুষদের ডিন হিসেবে অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা দায়িত্ব পালন করবেন এবং ১৩ অক্টোবর থেকে আগামী ৩ বছর পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে ড. কামরুজ্জামান দায়িত্ব পালন করবেন।