বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনার্সের ভর্তি পরীক্ষা স্থগিত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

বরিশাল বিশ্ববিদ্যালয়, ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়, ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষা বর্ষের স্নাতক সম্মান (প্রথম বর্ষ) শ্রেণির ভর্তি পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ ও ২০ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রোববার (১৩ অক্টোবর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা ফয়সাল আহম্মেদ  জানান, অনিবার্য কারণে ২০১৯-২০ শিক্ষা বর্ষের স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষার পরবর্তী তারিখ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।