শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, ছবি: সংগৃহীত

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো ২০১৯-২০ শিক্ষাবর্ষে নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে (শেহাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (১৩ অক্টোবর) বেলা আড়াইটা থেকে চারটা পর্যন্ত কলা অনুষদের পরীক্ষা নেত্রকোনা সরকারি কলেজ ও নেত্রকোনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এরপর সোমবার (১৪ অক্টোবর) আড়াইটা থেকে চারটা পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদ ও মঙ্গলবার (১৫ অক্টোবর) আড়াইটা থেকে চারটা পর্যন্ত বিজ্ঞান অনুষদের পরীক্ষা শুধুমাত্র নেত্রকোনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদে মোট ১২০টি আসনের বিপরীতে ৪ হাজার ৬৮ জন শিক্ষার্থী অংশ নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কথা হলে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকউল্লাহ খান বলেন, কলা অনুষদে বাংলা ও ইংরেজি বিষয়ের ৬০টি আসনের বিপরীতে পরীক্ষা দেবে ২ হাজার ১৯৭ জন, সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিষয়ের ৩০ আসনের বিপরীতে ৭০৭ জন ও বিজ্ঞান অনুষদের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ের ৩০টি আসনের বিপরীতে ১ হাজার ১৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।