আবরারের পরিবারকে আর্থিক সহায়তা দেবে বুয়েট

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যা মামলা পরিচালনার খরচ ও পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডঃ মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবরার ফাহাদ হত্যা মামলা চলাকালীন সকল খরচ বুয়েট প্রশাসন বহন করবে এবং আবরার ফাহাদের পরিবারকে বুয়েট কর্তৃপক্ষ থেকে প্রয়াজোনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা যথাসময়ে করতে পাঁচ দফা দাবি জানান। এই পাঁচ দফা দাবির মধ্যে দুই নম্বর দাবি ছিল- আবরারের হত্যা মামলা পরিচালনার খরচ ও পযার্প্ত ক্ষতিপূরণ তার পরিবারকে দিতে হবে। সেটা নোটিশ আকারে বুয়েট প্রশাসনকে ঘোষণা করতে হবে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় আজ বুয়েট প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।