অভিযোগ প্রমাণিত না হাওয়ায়, যুবককে ছেড়ে দিল পুলিশ

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সন্দেহভাজন এনামুল মোর্শেদ রূপম, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সন্দেহভাজন এনামুল মোর্শেদ রূপম, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস থেকে সন্দেহভাজন এনামুল মোর্শেদ রূপম নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। অভিযোগ ছিলো সে বহিরাগত।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় ও মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) মোনতাসিরুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক যুবক এনামুল মোর্শেদ রুপম বুয়েটের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী। ওই যুবক বুয়েট ক্যাম্পাসের সামনে আজেবাজে কথা বলছিলো। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেয়। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছিলো।

বিজ্ঞাপন

ডিসি আরও জানান, শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সন্দেহভাজনভাবে ঘোরাফেরার কারণে বুয়েটের একাডেমির ভবনের নিচ থেকে তাকে আটক করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বুয়েটের শিক্ষার্থী দাবি করা রূপমের পরিচয় জানতে পেরেছে চক বাজার থানা পুলিশ। রূপমের বাবা-মা চক বাজার থানায় আসেন। রূপমের বাবা-মা পুলিশকে জানান, রূপম বুয়েটের সাবেক শিক্ষার্থী। রূপম বর্তমানে মানসিকভাবে ভারসাম্যহীন।

আরও পড়ুন:  বুয়েট ক্যাম্পাসে সন্দেহভাজন ঘোরাফেরা, আটক ১

বুয়েটে সন্দেহভাজন আটক সেই যুবক মানসিক ভারসাম্যহীন